সিটি নির্বাচনে ভোটাররা কিসের ভিত্তিতে রায় দেবেন?

SHARE
city22ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মঙ্গলবার থেকে প্রচারণা শুরু হয়েছে। প্রতীক বরাদ্দ না হলেও প্রার্থীরা শুরু করেছেন তাদের নির্বাচনী প্রচারণা।

আগামীকাল বৃহস্পতিবার প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন পার হওয়ার পর থেকে নির্বাচনী প্রচারাভিযান শুরু হবে জোরেশোরে।

কিন্তু স্থানীয় সরকারের এই গুরুত্বপূর্ণ নির্বাচনে ভোটাররা কিসের ভিত্তিতে তাদের রায় দেবেন?

নির্বাচন পর্যবেক্ষণ প্রতিষ্ঠান জানিপপ-এর চেয়ারম্যান ড. নাজমুল আহসান কলিমুল্লাহ বলেছেন ভোটাররা সাধারণত কোনো একটা নিয়ামকের ওপর ভিত্তি করে ভোট দেন না।

এ ক্ষেত্রে বেশ কিছু বিষয় তারা বিবেচনা করেন । মি. কলিমুল্লাহ বলেন “ রাজনৈতিক মতাদর্শ, প্রার্থীর প্রতি ভালোলাগা-মন্দলাগা, এছাড়া স্থানীয় উন্নতির জন্য কে কি ধরণের প্রতিশ্রুতি দিয়েছেন আর সেটা পূরণ করতে কার কি ধরণের সক্ষমতা আছে সেটাও ভোটাররা বিবেচনা করেন।”

তিনি বলেন, এবারের নির্বাচনে একটি বিষয় পরিলক্ষিত হতে পারে সেটা হল ‘প্রতিবাদ ভোট’। ১০ম জাতীয় সংসদ নির্বাচনে যারা ভোটের অধিকার প্রয়োগ করতে পারেননি তাদের মধ্যে এই প্রটেস্ট ভোট দেওয়ার একটা প্রবণতা লুকায়িত থেকে যেতে পারে বলে তিনি মন্তব্য করেন।

এছাড়া প্রার্থীদের ব্যক্তিগত প্রোফাইল ভোটারদের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে।

যেমন প্রার্থীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে কি না, কিংবা তিনি ঋণ খেলাপি কি না এই সব বিষয়।

তবে ব্যক্তির প্রতি ও দলের প্রতি আনুগত্যের একটা ব্যাপার রয়েছে যেটা সব কিছু ছাপিয়ে অনেকসময় প্রবল আকার ধারণ করে বলে বিগত নির্বাচনের সময় দেখা গেছে বলে তিনি উল্লেখ করেন।- বিবিসি