৩৪ রানে নেই বাংলাদেশের ৬ উইকেট

SHARE

শ্রীলঙ্কার বিপক্ষে ঐতিহাসিক টি-টোয়েন্টি সিরিজ জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন লিটন দাস। ২-১ ব্যবধানে সিরিজ জয়ে ১১৪ রান করে সিরিজসেরাও হয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক।

কিন্তু ঘরের সিরিজে যেন ‘পুরনো’ লিটন। নেই ব্যাটে হাসি।
পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের কোনো ইনিংসেই দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি উইকেটরক্ষক-ব্যাটার। প্রথম টি-টোয়েন্টি ১ রান করার পর দ্বিতীয় ও তৃতীয়টিতে সমান ৮ রান করে করেছেন। অথচ, ধবলধোলাইয়ের ম্যাচে বাংলাদেশি অধিনায়ককে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার কথা ছিল।

কেননা আজকের লক্ষ্যটা যে বড়, ১৭৯ রানের।
কিন্তু আজও ব্যর্থ হয়েছেন লিটন। দলের নেতা ও অভিজ্ঞ ব্যাটারের মতোই ব্যর্থ বাংলাদেশের অন্য ব্যাটাররাও। আসা-যাওয়ার মিছিলে যোগ দিয়েছেন তারা। এতটাই যে স্কোরকার্ডে ২৫ রান হতেই ৫ উইকেট নেই বাংলাদেশের।

বাংলাদেশকে ধ্বংসস্তূপে দাঁড় করিয়েছেন পাকিস্তানের দুই পেসার সালমান মির্জা ও ফাহিম আশরাফ। শুরুটা করেছেন বাংলাদেশের বিপক্ষেই অভিষেক হওয়া বাঁহাতি পেসার সালমান। ইনিংসের দ্বিতীয় বলে তানজিদ হাসান তামিম উইকেটরক্ষক মোহাম্মদ হারিসের ক্যাচ বানিয়ে।

স্কোর বোর্ডে রান না তুলতেই ওপেনারকে হারানোয় বাংলাদেশকে পথ দেখানোর কথা ছিল লিটনের। তবে তিনি পারেননি।
পরে তার পথ অনুসরণ করেছেন মেহেদী হাসান মিরাজ (৯), জাকের আলি অনিক (১) ও শেখ মেহেদী (০)। এর মধ্যে জাকের ও মেহেদী আউট হয়েছেন সালমানের করা পঞ্চম ওভারে দ্বিতীয় ও চতুর্থ বলে।

তাদের বিদায়ের পরে ড্রেসিংরুমের রাস্তা মেপেছেন শামীম হোসেন পাটোয়ারিও। ৫ রানে পাকিস্তানের অধিনায়ক আগা সালমানের বলে বোল্ড হয়ে। প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬ ওভার শেষে ৩৬ রান ৬ ‍উইকেটে। ক্রিজে আছেন নাঈম শেখ (৯) ও মোহাম্মদ সাইফউদ্দিন (১)।