ধবলধোলাইয়ের ম্যাচে ১৭৯ রানের লক্ষ্য পেল বাংলাদেশ

SHARE

এক ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। আজকের ম্যাচটি তাই বাংলাদেশের জন্য পাকিস্তানকে ধবলধোলাইয়ের। অন্যদিকে প্রতিপক্ষদের জন্য সান্ত্বনার জয় খোঁজার।

সেই লক্ষ্যেই আজ বাংলাদেশকে ১৭৯ রানের লক্ষ্য দিয়েছে পাকিস্তান।
দলের হয়ে সর্বোচ্চ ৬৩ রান করেছেন শাহিবজাদা ফারহান। ফখর জামানের পরিবর্তে সুযোগ পেয়ে ফেরার ম্যাচে দলের বড় সংগ্রহে নেতৃত্ব দিয়েছেন এই ওপেনার। বাংলাদেশের বিপক্ষেই সর্বশেষ জুনে খেলা ম্যাচে ১ রান করেছিলেন ২৯ বছর বয়সী ব্যাটার। তার আগের ম্যাচেই অবশ্য ক্যারিয়ারের প্রথম ফিফটি পেয়েছিলেন।

আজ দ্বিতীয় ফিফটির ইনিংসটি ৬ চার ও ৫ ছক্কায় সাজিয়েছেন ফারহান। গত দুই ম্যাচেই ১৮ রানের বেশি করতে না পারা ওপেনিং জুটি আজ ৮২ রানের জুটি গড়েছে। সাইম আইয়ুবকে সঙ্গী করে তাতে বড় অবদান রেখেছেন ফারহানই। সাইমের অবদান যে মাত্র ২১।

সাইমকে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম উইকেট এনে দেন নাসুম আহমেদ। দ্বিতীয় উইকেটও বাঁহাতি স্পিনারই নেন, ফারহানকে ফিরিয়ে। এরপর নিয়মিত বিরতিতে পাকিস্তান উইকেট হারালেও ঠিকই রানের চাকা সচল রাখেন তাদের ব্যাটাররা। বিশেষ করে দুই ‘নওয়াজ’ হাসান ও মোহাম্মদ। হাসানের ১৭ বলে ৩৩ রানের ঝোড়ো ইনিংসের বিপরীতে ১৬ বলে ২৭ রান করেন মোহাম্মদ।

দুজনের দুটি ছোট্ট ঝড়ে শেষ পর্যন্ত ১৭৮ রানের সংগ্রহ পায় পাকিস্তান। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন তাসকিন আহমেদ। যার মধ্যে শেষ ওভারে ৫ রানে নেন ২ উইকেট। সবমিলিয়ে ৩৮ রান খরচ করেছেন বাংলাদেশি পেসার।