মুসলিমরা কি কাবার পূজা করে? জাকির নায়েকের চমকলাগানো উত্তর!

SHARE

jakir nayek‘ডিয়ার টু আশক’ আলোচনায় ড. জাকির নায়েককে প্রশ্ন করা হয় হিন্দুরা সূূর্য ও পাথরের পূজা করলে বলা হয় তারা মুর্তি পূজা করে কিন্তু মুসলিমরা কাবার চারদিকে তাওয়াফ করে ও হজরে আসওয়াদ ধরে চুমা খায়। এটা কি মুর্তি পূজা নয়? উত্তরে ড. জাকির নায়েক বলেন, কাবা আমাদের কেবলা। কেবলার দিকে ফিরে বিশ্বের সকল মুসলমানকে নামাজ পড়ার আদেশ দেওয়া হয়েছে। তাওয়াফেরও নির্দেশ দেওয়া হয়েছে। তাই মুসলমানরা এটা করে থাকে।আমরা কাবার পূজা করি না। যদি কাবার পূজা করতাম তাহলে তো কাবার ওপরে উঠতে পারতাম না। কেউ যদি ভূতের পূজা করে তাহলে সে কি ভূতের ওপর চড়াও হতে পারে? পারে না। কেউ যদি পাথরের পূজা করে তাহলে কি সে পাথরের ওপর দাঁড়াতে পারে? পারে না। কিন্তু মুসলমানরা কাবার ওপর দাঁড়াতে পারে। কাবার ওপর দাঁড়িয়ে নামাজও পড়তে পারে। তাহলে তারা কিভাবে কাবার পূজা করে! তাই মুসলমানদের কাবা তওয়াফ ও হজরে আসওয়াদ চুমা খাওয়াকে পূজা বলে আখ্যায়িত করা যায় না। হজরে আসওয়াদ চুমা খাওয়া ও তাওয়াফ করা ইবাদত।  সৃষ্টিকর্তার নির্দেশ পালন করা হবে এটাই স্বাভাবিক। নির্দেশ পালনকে পূজা বলে আখ্যায়িত করা যায় না। নির্দেশ পালন ইবাদত।