জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আমাদের লড়াই শেষ হয়নি। আমাদের লড়াই মুজিববাদ ও ফ্যাসিবাদ বন্দোবস্তের বিরুদ্ধে জুলাই-আগস্টে শুরু করেছিলাম। আমরা নতুন বাংলাদেশ চেয়েছিলাম। সেই লড়াই এখনো শেষ হয়নি।
আমরা আমাদের আকাঙ্ক্ষিত নতুন বাংলাদেশ পাইনি। জনগণের পাশে আমাদের আবারও দাঁড়াতে হবে।’
বৃহস্পতিবার (২৪ জুলাই) পদযাত্রা শেষে হবিগঞ্জ শহরের এম সাইফুর রহমান অডিটরিয়ামের সামনে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিস ইসলাম বলেন, ‘এলাকায় এলাকায় যে দুর্বৃত্তায়নের রাজনীতি আবার নতুন করে শুরু হচ্ছে, মুজিববাদ পুনর্বাসিত হচ্ছে, চাঁদাবাজ-দখলদারির রাজনীতি ফিরে আসছে, আমাদের সেই রাজনীতি ঠেকিয়ে দিতে হবে।
’
তিনি বলেন, ‘আমাদের এই লড়াইটা কেবল বাংলাদেশে নয়, পুরো দক্ষিণ এশিয়াব্যাপী। আমরা দেখেছি বাংলাদেশি সীমান্তে হত্যা হচ্ছে। ভারতীয় মুসলিমদের বাংলাদেশি বলে পুশ-ইন করা হচ্ছে। আমাদের তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
’
তিনি আরো বলেন, ‘আমরা দেখেছি কয়েক দিন আগে যৌথ বাহিনী দ্বারা কয়েক দিন আগে যুবদলের একজন কর্মীকে হত্যা করা হয়েছে। আমরা সেই হত্যার নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা যেমনভাবে চাঁদাবাজির বিরোধিতা করি, তেমনভাবে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডেরও বিরোধিতা করি।’
এনসিপির আহ্বায়ক বলেন, ‘আমরা হবিগঞ্জের স্বাস্থ্য সমস্যার কথা জানি। কিছু হলেই ঢাকা বা সিলেট যেতে হয়।
হবিগঞ্জের দূর-দূরান্তে থাকা মানুষরা স্বাস্থ্যসেবা পায় না। হবিগঞ্জের তরুণরা কর্মসংস্থান পায় না। আমরা নতুন বাংলাদেশে স্বাস্থ্যসেবার সব সিন্ডিকেট ভেঙে দিতে চাই। যেখানে স্বাস্থ্যসেবা তৈরি করা হবে। তরুণদের কর্মসংস্থান তৈরি করা হবে। লুটেরা-দুর্নীতিবাজদের বিচারের আওতায় আনা হবে।’