মিরসরাই ইউএনও’র নাম ভাঙিয়ে প্রতারণার চেষ্টা, জারি করা হয়েছে সতর্কতা

SHARE

চট্টগ্রামের মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সহকারী পরিচয়ে প্রতারণার অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। তারা ঢাকায় যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের সহায়তার নামে বিকাশ নম্বর দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহের চেষ্টা চালায়।

মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে একটি মোবাইল নম্বর (০১৮২১-৬৫৭৮০৪) থেকে বিভিন্ন ব্যক্তিকে ফোন করে এই চক্রটি অর্থ চায় বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মিরসরাই উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে দ্রুত সতর্কতামূলক বিজ্ঞপ্তি জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মিরসরাই ইউএনও কার্যালয়ের নাম ভাঙিয়ে কে বা কারা ফোন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ করে ঢাকার মাইলস্টোন কলেজসংলগ্ন বিমান দুর্ঘটনায় আহতদের আর্থিক সহায়তা দাবি করছে—যা সম্পূর্ণ ভুয়া। ইউএনও অফিস এ ধরনের কোনো সিদ্ধান্ত নেয়নি এবং কাউকে আর্থিক সহায়তা চাওয়ার দায়িত্ব দেওয়া হয়নি।

মিরসরাই ইউএনও সোমাইয়া আক্তার বলেন, “এ ধরনের কোনো নির্দেশনা আমাদের পক্ষ থেকে দেওয়া হয়নি। বিষয়টি জানার পরপরই আমরা সবাইকে সতর্ক করতে বিজ্ঞপ্তি জারি করেছি। জনগণকে অনুরোধ করছি, কেউ যেন এ ধরনের প্রতারণার ফাঁদে পড়ে আর্থিক লেনদেন না করেন।”

প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গেছে। একই সঙ্গে সাধারণ মানুষকে এ ধরনের ভুয়া কল ও বার্তা সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।