ভারতের ৫১ বছরের অপেক্ষা ফুরালেন জয়সওয়াল

SHARE

ম্যানচেস্টারের ঐতিহাসিক ওল্ড ট্র্যাফোর্ডে ভারতের হয়ে ওপেনার হিসেবে ফিফটি হাঁকানোর দীর্ঘ ৫১ বছরের অপেক্ষার অবসান ঘটালেন যশস্বী জয়সওয়াল। ইংল্যান্ডের বিপক্ষে চলমান চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে ৫৮ রানের পরিণত ইনিংস খেলেন এই বাঁহাতি তরুণ।

এর আগে এই মাঠে ভারতের শেষ ওপেনার হিসেবে ফিফটির দেখা পেয়েছিলেন কিংবদন্তি সুনীল গাভাস্কার, যিনি ১৯৭৪ সালে খেলেছিলেন ঠিক একই স্কোর—৫৮ রান। এরপর ম্যানচেস্টারে ভারতের তিনটি টেস্টে কোনো ওপেনারই অর্ধশতক করতে পারেননি।

জয়সওয়াল এবার সেই রেকর্ড ভেঙে দেখালেন নতুন পথ। তার সঙ্গে ওপেন করতে নামা লোকেশ রাহুলও ভালো শুরু করেছিলেন, তবে ৪৬ রানে থেমে যেতে হয় তাকে, ফলে অপেক্ষা বাড়ল তার ফিফটির জন্য।

জয়সওয়াল কেবল পুরোনো রেকর্ডই ভাঙেননি, গড়েছেন নতুন কীর্তিও। ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ১৬ ইনিংসে ১০০০ রানের মাইলফলক স্পর্শ করে যৌথভাবে দ্বিতীয় দ্রুততম ভারতীয় ব্যাটার হয়েছেন তিনি। তার সঙ্গে একই সংখ্যক ইনিংসে হাজার রান করেছিলেন মোহাম্মদ আজহারউদ্দিন। তালিকার শীর্ষে রয়েছেন শচীন টেন্ডুলকার ও রাহুল দ্রাবিড়, যারা ১৫ ইনিংসেই পূর্ণ করেছিলেন এই কৃতিত্ব।

এছাড়াও, ২৩ বছর বয়সে ভারতের হয়ে সর্বোচ্চ রানের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন যশস্বী। তার সংগ্রহ ২০৮৯ রান, যেখানে তালিকার শীর্ষে আছেন শচীন টেন্ডুলকার—৩৬১৭ রানে।

তরুণ বয়সে এমন ধারাবাহিকতা ও পরিণত পারফরম্যান্স ভবিষ্যতের ভারতীয় ব্যাটিং লাইনআপের জন্য বড় আশার বার্তা। বয়স ও ফর্ম বিবেচনায়, জয়সওয়ালের রানের সংখ্যা কেবল বাড়তেই থাকবে—এটাই প্রত্যাশা।