ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের রূপরেখার অংশ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ক্রিমিয়া উপদ্বীপে রাশিয়ার নিয়ন্ত্রণকে স্বীকৃতি দিতে প্রস্তুত। এ সংক্রান্ত চুক্তির কাঠামোর সঙ্গে পরিচিত এক কর্মকর্তা গত শুক্রবার মার্কিন গণমাধ্যম সিএনএনকে এ কথা জানিয়েছেন।
২০১৪ সাল থেকে ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপটি রাশিয়ার অংশ হিসেবে সংযুক্ত করে মস্কো প্রশাসন। এর পর থেকে উপদ্বীপটি রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে।
২০২২ সাল থেকে ইউক্রেনের সঙ্গে সর্বাত্মক যুদ্ধ চলছে রাশিয়ার। এরপর ইউক্রেনের দোনেত্স্ক, লুহানস্ক, খারসন ও জাপোরিঝিয়া অঞ্চলকে রাশিয়ার সঙ্গে সংযুক্ত করে মস্কো সরকার। ইউক্রেন ও তার পশ্চিমা মিত্ররা রাশিয়ার এসব ভূখণ্ড সংযুক্তকরণকে স্বীকৃতি দেয়নি।
যুক্তরাষ্ট্র ক্রিমিয়ায় রুশ নিয়ন্ত্রণকে স্বীকৃতি দিতে পারে এমন খবরে ইউক্রেন সরকার তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
প্রস্তাবে এখন যুদ্ধক্ষেত্রে যার যতটুকু এলাকা নিয়ন্ত্রণে আছে, তা ধরে যুদ্ধবিরতি কার্যকরের কথাও বলা হয়েছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।
তিনি জানিয়েছেন, গত বৃহস্পতিবার প্যারিসে ইউরোপীয় এবং ইউক্রেনীয় কর্মকর্তাদের সঙ্গে এই প্রস্তাবের রূপরেখা শেয়ার করেছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের মধ্যে ফোনে কথাও হয়েছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে সিএনএন।