নেতানিয়াহুকে গ্রেপ্তার না করায় হাঙ্গেরির কাছে ব্যাখ্যা চাইল আইসিসি

SHARE

গ্রেপ্তারি পরোয়ানা থাকার পরও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে কেন গ্রেপ্তার করা হয়নি; এ জন্য হাঙ্গেরিকে ব্যাখ্যা দিতে বলেছেন আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।

বুধবার জারি করা এক বিবৃতিতে আদালত আগামী ২৩ মে’র মধ্যে বুদাপেস্টকে আনুষ্ঠানিক ব্যাখ্যা জমা দেওয়ার অনুরোধ করেছে। খবর টাইমস অব ইসরায়েল ও মিডল ইস্ট আইয়ের।

হেগ-ভিত্তিক ট্রাইব্যুনালের মতে, নেতানিয়াহুর বিরুদ্ধে গত বছরের নভেম্বরে আইসিসি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।
এর কয়েক মাস পর গত ৩ থেকে ৬ এপ্রিল নেতানিয়াহু হাঙ্গেরি সফরে ছিলেন। সফরকালে গাজা গণহত্যার অংশ হিসেবে সংঘটিত যুদ্ধাপরাধের জন্য আদালত কর্তৃক ওয়ান্টেড নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে হাঙ্গেরি অস্বীকৃতি জানায়। দেশটির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। তবে রোম সংবিধিতে স্বাক্ষরকারী হাঙ্গেরি এ ধরনের পরোয়ানা মেনে চলতে বাধ্য।

আদালত দাবি করেছেন, ৩ এপ্রিল, যেদিন নেতানিয়াহু হাঙ্গেরিতে অবতরণ করেন, সেদিন আদালত কর্তৃক বুদাপেস্টে পাঠানো একটি আনুষ্ঠানিক অনুরোধ সত্ত্বেও নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে অস্বীকৃতি জানায় হাঙ্গেরি। এর মাধ্যমে দেশটি তার বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে। এ কারণে আইসিসি হাঙ্গেরিকে তাদের বক্তব্য জমা দেওয়ার জন্য ২৩ মে পর্যন্ত সময় দিয়েছে।

বুদাপেস্টে নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাতের কিছুক্ষণ আগে, হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান ঘোষণা করেছিলেন যে হাঙ্গেরি আইসিসি থেকে নিজেদের প্রত্যাহার করে নেবে।