এই প্রথম হাতিরঝিলে এমপি থিয়েটার মঞ্চে ১৩ ও ১৪ এপ্রিল অনুষ্ঠিত হলো পহেলা বৈশাখের কনসার্ট এবং মেলা। ভোরের নতুন সূর্যোদয় ১৪৩২। দুই দিনের এই বিনোদনমূলক অনুষ্ঠানটি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সহায়তায় গুরুস ইভেন্টের আয়োজনে সম্পন্ন হয়। অনুষ্ঠানটিতে ছিল শিশুদের চিত্রাংকন, বাউল গান, এই প্রজন্মের শিল্পী পুলক অধিকারী, সুজানারুপা, টিকে তারিখ ও কাজল আরিফের গান, ইথুন বাবুর ব্যান্ড ছাড়াও ৯০ দশকের দুটি খ্যাতনামা ব্যান্ড আর্ক এবং অরবিট ব্যান্ডের আশরাফ বাবু অংশগ্রহণ করলেন। আশরাফ বাবু বরাবরই তার নিজের লেখা এবং সুর করা গান পরিবেশন করেন। তার ১৯৮৮সালের লেখা ও সুর করা গান আজ অব্দি জনপ্রিয়, শ্রাবনের মেঘগুলো জড়ো হলো আকাশে। পহেলা বৈশাখের এই কনসার্টে গ্যালারির হাজার হাজার দর্শকদের ভালোলাগার ঝড় উঠলো তার কন্ঠে। কিছুক্ষণের জন্য হলেও কেউ কেউ ফিরে গেলেন অতীতের দিনগুলোতে। আশরাফ বাবুর কাছ থেকে জানা গেল, তিনি দেশে ও বিদেশের মঞ্চে নিজের ব্যান্ড অরবিটে’র গানের পাশাপাশি নিজের সুর করা এবং লেখা গানগুলো শ্রোতাদের শোনান। আশরাফ বাবুর অন্যতম জনপ্রিয় গানগুলোর মধ্যে, অরবিট ব্যান্ডের গান লাল শাড়িরে, দৃষ্টি প্রদীপ জ্বেলে (ডিফরেন্ট টাচ), বসন্ত ছুঁয়েছে আমাকে (কুমার বিশ্বজিৎ), বন্ধু তোমায় মনে পড়ে (নিশিতা বড়ুয়া), আবার মেলায় যাই (ফিডব্যাক), কিছু চাওয়া কিছু পাওয়া (আজম খান), এক নজর না দেখিলে বন্ধু (বেবী নাজনীন), সময় আর কাটে না (সোলস ব্যান্ড) কোন অভিযোগ নেই যে আমার (আইয়ুব বাচ্চু) ইত্যাদি। এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর চেয়ারম্যান জনাব ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলাম । আরো উপস্থিত ছিলেন হাতিরঝিল থানার অফিসার ইনচার্জ সহ আরো অনেক গন্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের সার্বিক সহযোগীতা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ এবং GRUS।