টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

SHARE

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা শুরু হবে সকাল ১০টায়।

নাহিদ রানাসহ বাংলাদেশ নামছে তিন পেসার নিয়ে। স্পিনে মিরাজের সঙ্গে বাঁহাতি তাইজুল ইসলাম।
কিপিং গ্লাভস থাকছে জাকের আলির হাতে।

বাংলাদেশ-জিম্বাবুয়ের ম্যাচ সরাসরি দেখা যাবে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি)।

বাংলাদেশ দল

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, সাদমান ইসলাম, মাহমুদুল হাসান, মমিনুল হক, মুশফিকুর রহিম, জাকের আলি, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, নাহিদ রানা, খালেদ আহমেদ।

জিম্বাবুয়ে দল

বেন কারান, ব্রায়ান বেনেট, নিকোলাস ওয়েলচ, শন উইলিয়ামস, ক্রেইগ আরভিন (অধিনায়ক), ওয়েসলি মাধভেরে, নিয়াশা মায়াভো (উইকেটরক্ষক), ওয়েলিংটন মাসাকাদজা, রিচার্ড এনগারাভা, ব্লেসিং মুজারাবানি, ভিক্টর এনাউচি।