লিবিয়া উপকূলে নৌকাডুবিতে ৪ পাকিস্তানি নিহত

SHARE

লিবিয়ার হারাওয়া উপকূলে অভিবাসীবাহী একটি নৌকাডুবির ঘটনায় ৪ পাকিস্তানি নাগরিক নিহত হয়েছেন। গত মঙ্গলবার (১৫ এপ্রিল) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন।

মঙ্গলবার পররাষ্ট্র দপ্তরের (এফও) মুখপাত্র শাফকাত আলী খান এক বিবৃতিতে বলেছেন, পূর্ব লিবিয়ার সির্তে শহরের কাছে হারাওয়া উপকূলে এক মর্মান্তিক নৌকাডুবির ঘটনায় কমপক্ষে চারজন পাকিস্তানি নাগরিকের মৃত্যু হয়েছে।

তিনি বলেন, ত্রিপোলিতে অবস্থিত আমাদের মিশন জানিয়েছে যে সির্তে শহরের হারাওয়া উপকূলের কাছে বিদেশী অভিবাসী বহনকারী একটি জাহাজ ডুবে গেছে।
সির্তে শহরে পাকিস্তান দূতাবাসের একটি দল ১১ জন অভিবাসীর মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে। এর মধ্যে চারজনকে তাদের জাতীয় নথির ভিত্তিতে পাকিস্তানি নাগরিক হিসেবে শনাক্ত করা হয়েছে। দুটি মৃতদেহ এখনো অজ্ঞাত রয়েছে।

সনাক্ত হওয়া চারজন নিহত পাকিস্তানি হলেন- জাহিদ মাহমুদ, সামির আলি, সৈয়দ আলি হুসাইন, আসিফ আলি।

এদের মধ্যে তিনজনের বাড়ি মাণ্ডি বাহাউদ্দিনে এবং একজনের বাড়ি গুজরানওয়ালায়।

উদ্ধার করা মৃতদেহের মধ্যে আরো দুজনের পরিচয় শনাক্ত করা যায়নি। বাকি পাঁচজন নিহতের মধ্যে সবাই মিশরের নাগরিক বলে জানানো হয়েছে।