নতুন মোড়কে ফিরছে ‘নো এন্ট্রি’, থাকছেন তামান্না

SHARE

অনেক দিন ধরেই জল্পনা চলছিল রোমান্টিক-কমেডি ঘরানার ‘নো এন্ট্রি’ সিনেমার সিক্যুয়েল নিয়ে। জল্পনার অবসান, প্রযোজক ও পরিচালক নিশ্চিত করেছেন।

‘নো এন্ট্রি ২’-তে প্রধান নারী চরিত্রে থাকছেন তামান্না ভাটিয়া। শোনা যাচ্ছে, ছবিতে তার চরিত্রটি আগের ছবিতে বিপাশা বসুর চরিত্রের আধুনিক রূপ।

অন্যদিকে, আরও একটি মুখ্য নারী চরিত্রের জন্য কথাবার্তা চলছে অদিতি রাও হায়দারির সঙ্গে, যদিও এখনও চূড়ান্ত ঘোষণা হয়নি। ছবিতে তিন প্রধান নায়কের চরিত্রে থাকছেন বরুণ ধাওয়ান, দিলজিৎ দোসাঞ্জ ও অর্জুন কাপুর।

বনি কাপুর জানিয়েছেন, আমি অনেক দিন অপেক্ষা করেছি পুরোনো কাস্টকে ফিরিয়ে আনার জন্য, কিন্তু তাদের নিজস্ব কারণ ছিল। তাই সম্পূর্ণ নতুন প্যাকেজে ফিরছে ‘নো এন্ট্রি’।

বনি কাপুরের দাবি, এই ছবির গল্প যারা শুনেছেন, তারা শোনার পর জানিয়েছেন প্রিক্যুয়েলকেও ছাপিয়ে যাবে এই ছবি! সবরকম মশলা, মজাদার টুইস্ট—সব আছে।

জানা গেছে, ‘নো এন্ট্রি ২’ ছবির শ্যুটিং শুরু হবে চলতি বছরের জুন-জুলাই মাসে, আর মুক্তি পাবে দীপাবলিতে—২৬ অক্টোবর ২০২৫।