তরুণরাই গড়বে আগামীর পরিবেশবান্ধব বাংলাদেশ : পরিবেশ উপদেষ্টা

SHARE

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, তরুণরাই গড়বে আগামীর পরিবেশবান্ধব বাংলাদেশ। আমাদের রেখে যাওয়া পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণ প্রজন্মকেই নেতৃত্ব দিতে হবে। এছাড়া, সঠিক নীতি প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে সবুজ ও টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে।

আজ শনিবার রাজধানীর বিজয় সরণিতে বাংলাদেশ সামরিক জাদুঘরে ‘দ্য গ্রিন এনার্জি অলিম্পিয়াড-২০২৫’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, জীবাশ্ম জ্বালানি ব্যবহারকারীরা প্লাস্টিক দূষণরোধে আগ্রহী নয়। এ দেশের তরুণদের সিঙ্গাপুরের জনগণের মতো পরিবেশ সচেতন হতে হবে। উত্তরাধিকার সূত্রে পাওয়া পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের উদ্ভাবনী চিন্তা ও পদক্ষেপ গ্রহণ করতে হবে। তিনি তরুণদের প্রতি ভিন্ন ধারার উন্নয়ন, জীবনযাপন ও দর্শন প্রচারের আহ্বান জানান।
এ প্রতিযোগিতায় বিজয়ীরাই আগামীতে জলবায়ু পরিবর্তন রোধে এবং পরিবেশসম্মত সবুজ পৃথিবী গড়তে নেতৃত্ব দেবে।

অনুষ্ঠানে কোস্টাল লাইভলিহুড অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাকশন নেটওয়ার্ক (ক্লিন)-এর নেটওয়ার্ক উপদেষ্টা এবং বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট (বিডব্লিউজিইডি)-এর নির্বাহী সদস্য মনোয়ার মোস্তফার সভাপতিত্বে বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব নূর আহমেদ, সিটি ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ও কান্ট্রি বিজনেস ম্যানেজার আশানুর রহমান, ডিরেক্ট রিনিউয়েবল এনার্জি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু হেনা মোস্তফা কামাল এবং এথিক্যাল ট্রেড ইন্টারন্যাশনাল (ইটিআই) ও বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার আবিল বিন আমিনসহ অন্যান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।