চীন হঠাৎ করেই একজন নতুন বাণিজ্য দূত নিয়োগ দিয়েছে। শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই লি চেংগ্যাংকে এই পদে বসাল চীন। খবর বিবিসির।
নতুন বাণিজ্য দূত লি চেংগ্যাং এর আগে চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী এবং ডব্লিউটিও-তে রাষ্ট্রদূত হিসেবে ছিলেন।
তিনি অভিজ্ঞ বাণিজ্য আলোচক ভাইস কমার্স মন্ত্রী ওয়াং শোউয়েনের স্থলাভিষিক্ত হচ্ছেন।
এই পরিবর্তনটি এমন এক সময়ে এসেছে, যখন বেইজিং এবং ওয়াশিংটনের মধ্যে বাণিজ্যযুদ্ধ তুঙ্গে উঠছে এবং দুই দেশের কেউই এই যুদ্ধে হার মানতে রাজি নয়। এই যুদ্ধ শুরু হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক চীনা পণ্যের উপর আরোপিত উচ্চ শুল্কের কারণে।
ইতিমধ্যেই চীনের অর্থনীতিতে মার্কিন শুল্কের প্রভাব পড়তে শুরু করেছে।
তবে ওয়াশিংটন এবং বেইজিং উভয়ই আলোচনার দ্বার উন্মুক্ত থাকার কথা বলেছে, কিন্তু এখনো পর্যন্ত কেউই আলোচনার জন্য উদ্যোগ নেয়নি।
তবে যখন সেই উদ্যোগ আসবে, তখন ৫৮ বছর বয়সী লি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে মনে করা হচ্ছে। তিনি পূর্বে জেনেভায় জাতিসংঘে উপ-স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বাণিজ্য মন্ত্রণালয়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে ছিলেন।
রয়টার্সকে চীনের কেন্দ্রীয় করফারেন্স বোর্ডের জ্যেষ্ঠ উপদেষ্টা আলফ্রেদো মন্টুফার-হেলু বলেন, এই দায়িত্ব বদল খুব হঠাৎ এবং বর্তমান বাণিজ্য উত্তেজনার মধ্যে সম্ভবত এটি প্রভাব ফেলতে পারে।
তিনি বলেন, এটা হতে পারে যে চীনের শীর্ষ নেতৃত্ব মনে করছে, উত্তেজনা যেভাবে বাড়ছে তাতে অচলাবস্থা ভাঙার জন্য এবং আলোচনা শুরু করার জন্য নতুন কাউকে দরকার।
তবে রয়টার্সকে আরেক বিশ্লেষক বলেন, এই পদোন্নতি হতে পারে ‘একটি সাধারণ নিয়মিত প্রক্রিয়া’, যা কেবল একটি অস্থির সময়ে এসে পড়েছে।