মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭১ অভিবাসী আটক

SHARE

ভিসার মেয়াদ শেষ হওয়া, ভিসা আইন অমান্য করা এবং পরিচয়পত্র না রাখার অভিযোগে মালয়েশিয়ার কুয়ালামপুরের জালান মসজিদ ইন্ডিয়া এলাকায় অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ১৭১ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন কর্মকর্তারা। মঙ্গলবার (২৯ জুলাই) এক অভিযানে তাদের আটক করা হয়েছে। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির ইমিগ্রেশন বিভাগের এনফোর্সমেন্ট পরিচালক বাসরি ওথমান।

তিনি বলেছেন, ১৬০ কর্মকর্তা জালান মসজিদ ইন্ডিয়া এলাকায় যান।
সেখানে তারা ৭৫৮ জনকে জিজ্ঞাসাবাদ করেন। যার মধ্যে ২৫৪ জন স্থানীয় বাসিন্দাও ছিলেন। এ ছাড়া ১৪টি বাণিজ্যিক প্রতিষ্ঠানেও অভিযান চালান তারা। তাদের মধ্য থেকে বিভিন্ন অভিবাসন অপরাধে ১৭১ জনকে আটক করা হয়েছে।
আটকদের মধ্যে বাংলাদেশি ছাড়াও ভারত ও ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছেন। তাদের বয়স ২০ থেকে ৫০ বছরের মধ্যে।

তিনি আরো বলেন, আটক এড়াতে কিছু অভিবাসী দোকানের কাস্টমার সাজার চেষ্টা করেন। কিন্তু তাদের এ চেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়।

আটক সবাইকে সেলানগোরের বারানাংয়ের অস্থায়ী ইমিগ্রেশন ডিপোতে নিয়ে যাওয়া হয়েছে।