ওরচেস্টারশায়ারের সঙ্গে ৩ বছরের চুক্তি পাকিস্তানের লেগস্পিনারের

SHARE

ওরচেস্টারশায়ারে গত বছরই যোগ দেওয়ার কথা ছিল উসামা মীরের। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) অনাপত্তিপত্র না দেওয়া তা আর হয়নি। তবে এবার ফিরছেন। কাউন্টির দলটির সঙ্গে ৩ বছরের টি-টোয়েন্টি চুক্তি করেছেন পাকিস্তানি লেগস্পিনার।

আগামী বছর থেকে মীরের মেয়াদ শুরু হবে। দ্বিতীয় মেয়াদে বিদেশি খেলোয়াড় হিসেবে প্রথম বছর খেললে পরের বছর, অর্থাৎ ২০২৭ সাল থেকে স্থানীয় ক্রিকেটার হিসেবে খেলবেন ২৯ বছর বয়সী লেগস্পিনার। এতে করে তার ইংল্যান্ড দলে খেলার দরজাও খুলতে পারে। তার স্ত্রী যুক্তরাজ্যের নাগরিক।

মীরের প্রশংসা করে ওরচেস্টারশায়ারের প্রধান নির্বাহী অ্যাশলি গিলস বলেছেন, ‘সে দারুণ এক ক্রিকেটার, যার দক্ষতা ও টেম্পারমেন্ট এই লেভেলে দারুণ প্রভাব রাখতে পারে। ২০২৭ সাল থেকে সে স্থানীয় খেলোয়াড় হিসেবে খেলার সুযোগ পাবে বলে স্কোয়াড সাজানো আরো সহজ হবে।’

পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার খুব একটা দীর্ঘ করতে পারেননি মীর। ২০২৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দিয়ে অভিষেক হওয়া লেগস্পিনার সব মিলিয়ে ১৭ ম্যাচ খেলেছেন।
৫টি-টোয়েন্টির বিপরীতে ১২ ওয়ানডে। উইকেট মোটে ২০টি।