সমাজকল্যাণ ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুরশিদ বলেছেন, ‘নতুন করে ভালোবাসা, নতুন করে সবাইকে নিয়ে চলা, নতুন করে প্রতিজ্ঞা করা এবং নতুন করে ভাবার সময় এসেছে আমাদের।’
বুধবার (১৬ এপ্রিল) ঢাকার ইস্কাটনে মহিলাবিষয়ক অধিদপ্তরে বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
উপদেষ্টা শারমিন এস মুরশিদ বলেন, ‘আনন্দ শোভাযাত্রায় আমরা গত বছরের তুলনায় এবার অনেক বড় আকারে ২৭টি জাতিগোষ্ঠীর অংশগ্রহণ দেখেছি। আনন্দ শোভাযাত্রায় ফকির-বাউলরা ছিলেন।
তাদের মনে যে রঙিন আনন্দ ছিল, তা দেখে মনে হলো এটাই তো আমার বাংলাদেশ।’
তিনি বলেন, ‘বাংলাদেশকে প্রাণ দিয়ে রক্ষা করতে আমার আমিটা আরেকটু বড়, আরেকটু উদার করে, আমার আমিটা দেওয়ার মধ্যে দিয়ে পাওয়ার আনন্দ শিখব।’
তিনি আরো বলেন, ‘ছোট ছোট আনন্দ বিশাল বোধ তৈরি করে। বিশাল বিশাল পাওয়া বিষাদ তৈরি করে, যা কাম্য নয়।
সবাইকে নিয়ে গড়ে ওঠা বাংলাদেশকে আমরা মনেপ্রাণে আঁকড়ে ধরে রাখব—এই নতুন বছরে এটাই আমাদের প্রতিজ্ঞা।’
শারমিন এস মুরশিদ বলেন, ‘দেশের ৭৫ শতাংশ জনগোষ্ঠীর দায়িত্বে আছে তরুণ প্রজন্ম। তাদের হাতে গুরুত্বপূর্ণ এ মন্ত্রণালয়ের প্রান্তিক পর্যায়ের নারী ও শিশুদের উন্নয়নমূলক কাজ। এ মন্ত্রণালয়কে উন্নয়নের মূলধারায় এগিয়ে নিতে নতুন বাংলাদেশে নতুন বছরে আমরা সম্মিলিতভাবে প্রয়াস চালাব।
’
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ, মহিলাবিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কেয়া খান এবং মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।