বিশ্ববাজারে সোনার দামে নতুন রেকর্ড

SHARE

বিশ্ববাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সোনার দাম। এতে ইতিহাসে প্রথমবারের মতো ৩ হাজার ৩০০ মার্কিন ডলারের ওপরে উঠেছে প্রতি আউন্স সোনার দাম। এর প্রভাবে দেশের বাজারেও বাড়তে পারে দাম।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (১৬ এপ্রিল) বিশ্ববাজারে স্পট সোনার দাম প্রতি আউন্স রেকর্ড ৩ হাজার ৩০৫ ডলার ৩৫ সেন্ট।

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড ব্যাংকিং করপোরেশন বা এএনজেড পূর্বাভাস দিয়েছে, বছরের শেষ নাগাদ সোনার দাম প্রতি আউন্স ৩ হাজার ৬০০ ডলারে পৌঁছাবে।

বিশ্লেষকরা বলেছেন, যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন কর্তৃক বিভিন্ন দেশ থেকে পণ্য আমদানির ওপর বাড়তি শুল্ক আরোপ ও এর বিপরীতে চীন পাল্টা শুল্ক আরোপ করছে। এতে সোনার বাজারেও অস্থিরতা বিরাজ করছে।

বিশ্ববাজারে সোনার দামে এমন অস্থিরতায় দেশের বাজারেও কয়েক দফায় সোনার দাম বাড়ানো এবং কমানোর ঘটনা ঘটেছে।
দেশের বাজারে সোনার সর্বোচ্চ দাম নির্ধারণের এক দিন পর গত ১৪ এপ্রিল দেশের বাজারে সোনার দাম কিছুটা কমানো হয়।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিদ্ধান্ত অনুযায়ী, গত ১৪ এপ্রিল থেকে সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ৬২ হাজার ১৭৬ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ৫৪ হাজার ৮০৫ টাকা নির্ধারণ করা হয়।

এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ৩২ হাজার ৬৯০ টাকা নির্ধারণ করা হয়।
সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ১ লাখ ৯ হাজার ৫৩৭ টাকা। বর্তমানে দেশের বাজারে এ দামেই সোনা বিক্রি হচ্ছে।