গাজা উপত্যকায় মানবিক পরিস্থিতির চরম অবনতির প্রেক্ষিতে আন্তর্জাতিক চাপ বাড়তে থাকায় জার্মানি, ফ্রান্স ও ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রীরা আগামী সপ্তাহে ইসরায়েল সফরে যেতে পারেন বলে মঙ্গলবার জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মেৎস।
বার্লিনে জর্ডানের রাজা আবদুল্লাহ দ্বিতীয়ের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে মেৎস বলেন, ‘সম্ভবত আগামী বৃহস্পতিবার ফ্রান্স, যুক্তরাজ্য ও জার্মানির তিন পররাষ্ট্রমন্ত্রীকে একসঙ্গে ইসরায়েল পাঠানো হবে, যাতে তারা তিনটি দেশের অভিন্ন অবস্থান তুলে ধরতে পারেন।’
প্রায় ২২ মাস ধরে চলা যুদ্ধের ফলে গাজায় দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যে ইউরোপের এ তিন দেশ মানবিক সহায়তা পৌঁছনোর অনুমতি জরুরি ভিত্তিতে দেওয়ার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জোরদার করেছে। গাজার ভেতরে হামাসকে দমন করতে ইসরায়েল সামরিক অভিযান অব্যাহত রেখেছে।
গত সপ্তাহে এক যৌথ বিবৃতিতে, ফ্রান্স, ব্রিটেন ও জার্মানি গাজায় চলমান ‘মানবিক বিপর্যয়ের’ অবসানের জন্য আহ্বান জানায়।
মেৎস মঙ্গলবার বলেন, ‘আমরা ধরে নিচ্ছি, ইসরায়েলি সরকার এখন বুঝতে পারছে—কিছু একটা অবশ্যই করতে হবে।’
ঐতিহ্যগতভাবে জার্মানি ইসরায়েলের অন্যতম একনিষ্ঠ সমর্থক হলেও সম্প্রতি গাজায় ইসরায়েলের সামরিক অভিযান নিয়ে সমালোচনামূলক অবস্থান নিচ্ছেন মেৎস।
তিনি সোমবার রাতে জানিয়েছেন, গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর জন্য বিমান পরিবহণের ব্যবস্থা নিতে জর্ডানের সাথে যৌথভাবে কাজ করবে জার্মানি।
মেৎস মঙ্গলবার আরো বলেন, ‘জার্মানির দুটি সামরিক পরিবহন বিমান ইতিমধ্যেই জর্ডানের পথে রয়েছে। এসব বিমান সাপ্তাহিক ছুটির মধ্যেই, সম্ভব হলে আগামীকালই, গাজায় আকাশপথে ত্রাণ সরবরাহ শুরু করবে।’
জর্ডানের রাজা আবদুল্লাহ দ্বিতীয় বলেন, তিনি এ উদ্যোগের জন্য কৃতজ্ঞ হলেও কেবলমাত্র আকাশপথে ত্রাণ সরবরাহ ‘সমুদ্রের এক বিন্দু পানির’ মতো। আরও বেশি সংখ্যক ট্রাকের মাধ্যমে ত্রাণ প্রবেশ নিশ্চিত করার ওপর তিনি গুরুত্ব দেন।
ইসরায়েল গত মার্চ থেকে মে পর্যন্ত গাজায় সব ধরনের ত্রাণ সরবরাহ পুরোপুরি বন্ধ রেখেছিল। তবে আন্তর্জাতিক চাপের মুখে চলতি সপ্তাহে ইসরায়েল প্রতিদিন নির্দিষ্ট সময়ের জন্য যুদ্ধবিরতি ঘোষণা করেছে এবং জাতিসংঘ ও বেসরকারি সংস্থাগুলোকে খাদ্য বিতরণের জন্য নিরাপদ পথ ব্যবহার করার অনুমতি দিয়েছে। এরই মধ্যে শত শত ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করতে শুরু করেছে।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর ইসরায়েল এ সামরিক অভিযান শুরু করে।
সূত্র : এএফপি