বলিউডের কুইন কঙ্গনা রানাওয়াত প্রায়শই তার সমসাময়িক অভিনেত্রীদের সঙ্গে বিতর্কে জড়ান। এবার তিনি কারিনা কাপুর খান এবং প্রিয়াঙ্কা চোপড়ার চেয়েও ‘সেরা অভিনেত্রী’র তকমা পেলেন। এই প্রশংসার পর কঙ্গনার প্রতিক্রিয়া কী ছিল?
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, আন্দ্রপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী এবং অভিনেতা পবন কল্যাণ বর্তমানে তার আসন্ন চলচ্চিত্র ‘হরি হারা বীরা মল্লু’-এর প্রচারে ব্যস্ত সময় পার করছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে কঙ্গনাকে নিয়ে কথা বলেছেন। সেখানেই তিনি কঙ্গনাকে প্রিয়াঙ্কা ও কারিনার চেয়ে ‘সেরা অভিনেত্রী’ হিসেবে আখ্যায়িত করেন। পবন কল্যাণের এই মন্তব্যের পর কঙ্গনাও দ্রুত তার প্রতিক্রিয়া জানিয়েছেন।
পবন কল্যাণের এই মন্তব্য কঙ্গনা তার ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন। এর সঙ্গে তিনি হাতজোড় করা ও ভালোবাসার ইমোজি জুড়ে দেন, যা তার কৃতজ্ঞতা এবং আনন্দ প্রকাশ করে।
সাক্ষাৎকার পবন কল্যাণ আরও জানান যে, তিনি কৃতি অথবা কঙ্গনার সঙ্গে কাজ করতে আগ্রহী। এমনকি প্রিয়াঙ্কা চোপড়া ও কঙ্গনার মধ্যে একজন বেছে নিতে বলা হলেও তিনি কঙ্গনাকেই বেছে নেন।
কঙ্গনা এবং কারিনার মধ্যে নির্বাচন করতে বলা হলে পবন কিছুটা দ্বিধায় পড়ে যান। তবে তিনি বলেন, ‘ ‘ইমার্জেন্সি’ ছবিতে তাকে ইন্দিরা গান্ধীর চরিত্রে দেখার পর আমার মনে হয়, শক্তিশালী অভিনেত্রীকেই বেছে নেওয়া উচিত।’