ইউক্রেনে যুদ্ধ বন্ধে রাশিয়াকে ১০ দিনের সময় দিলেন ট্রাম্প

SHARE

ইউক্রেনে যুদ্ধ বন্ধে রাশিয়াকে ১০ দিনের সময় দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ বন্ধে এখন থেকে ১০ দিনের সময় আছে।

এর মধ্যে যুদ্ধ থামানো না হলে মস্কোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। বুধবার (৩০ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

স্থানীয় সময় মঙ্গলবার এয়ার ফোর্স ওয়ান বিমানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “যুদ্ধ বন্ধ না হলে আমরা শুল্ক আরোপ করব এবং অন্যান্য ব্যবস্থা নেব।”

তিনি বলেন, “আমি জানি না এতে রাশিয়ার কিছু হবে কি না, কারণ মনে হয় ওরা যুদ্ধ চালিয়ে যেতে চায়। তবে আমরা শুল্কসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেব। এতে কাজ হবে কি না, দেখা যাবে।”

ট্রাম্প আরও জানান, সোমবার তিনি রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা ও ‘সেকেন্ডারি ট্যারিফ’ বা রাশিয়ার সঙ্গে ব্যবসা করা তৃতীয় দেশগুলোর ওপরও শুল্ক আরোপের হুমকি দেন। সেসময় তিনি যুদ্ধ থামাতে রাশিয়াকে ১০ থেকে ১২ দিনের সময় দেন, যা আগের ৫০ দিনের সময়সীমার তুলনায় অনেক কম।

তবে মঙ্গলবার তিনি সময়সীমা আরও কমিয়ে ৮ আগস্টের মধ্যে যুদ্ধ বন্ধের আহ্বান জানান। এর আগে ট্রাম্প রাশিয়াকে যুদ্ধবিরতির জন্য ৫০ দিন সময় দিয়েছিলেন, যা শেষ হওয়ার কথা ছিল সেপ্টেম্বরের শুরুতে।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সঙ্গে বৈঠকের আগে ট্রাম্প বলেন, তিনি ভ্লাদিমির পুতিনের ওপর “খুবই হতাশ”। কারণ, “ও (পুতিন) হঠাৎ কোনো এক শহরে — যেমন কিয়েভে — রকেট হামলা চালায়, আর এতে বৃদ্ধাশ্রমে থাকা অনেক মানুষ মারা যায়।”

ট্রাম্প আরও বলেন, “আমাকে এখন এটা পর্যালোচনা করতে হবে। আমি যে ৫০ দিনের সময় দিয়েছিলাম, তা কমিয়ে আনছি, কারণ আমি মনে করি আমি ইতোমধ্যেই জানি এর উত্তর কী।”