তীব্র পানিসংকটে ভুগবে বিশ্ব: জাতিসংঘ

SHARE

water water‘ওয়ার্ড ওয়াটার ডে’-তে পানিসংকটের দুঃসংবাদ জানালো জাতিসংঘ৷

সম্প্রতি হওয়া এক অনুষ্ঠানে জাতিসংঘের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী কয়েক বছরের মধ্যেই পানীয় জলের সংকট দেখা দিতে চলেছে সমগ্র বিশ্ব৷ সংঘের পক্ষ থেকে দাবি করা হয়েছে বিশ্বের বিভিন্ন দেশ পানীয় জলের অপচয় করে৷ তার মাশুল সরূপ সমগ্র বিশ্বকেই পানি সংকটে পড়তে হবে৷ অবিলম্বে এই অপচয় রোধে ব্যবস্থা নেওয়া না হলে ২০৩০ সালের মধ্যেই পানীয় জলের সমস্যায় পড়বে বেশ কয়েকটি দেশ৷

এছাড়া সংঘরে পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে, বর্তমানে বিশ্বে মোট ৭৩৫ কোটি মানুষ বসবাস করেন৷ ২০৫০ সাল নাগাদ এই জনসংখ্যা প্রায় ৯১০ কোটি হবে৷ খাদ্যের চাহিদা পূরণের জন্য চাষ-আবাদের পরিমাণ বৃদ্ধি হলেও খুব স্বাভাবিকভাবেই পানীয় জলে ব্যবহার বাড়বে৷ তার ফলেও বাড়তে পারে বিশ্বের পানি সংকটের সমস্যা৷