‘জাতিসংঘ নিরাপত্তা পরিষদ খ্রিস্টানদের প্রতিনিধি’

SHARE

erdoganজাতিসংঘ নিরাপত্তা পরিষদে মুসলিম প্রতিনিধিত্ব না থাকার বিষয়ে প্রশ্ন তুলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। এ জন্য তিনি নিরাপত্তা পরিষদের সমালোচনাও করেছেন।

তুরস্কের রাজধানী আঙ্কারায় সংস্কৃতি ও শিল্প সাহিত্যের ওপর প্রেসিডেনশিয়াল গ্র্যান্ড অ্যাওয়ার্ডস বিতরণ অনুষ্ঠানে এরদোগান এ কথা বলেন। এরদোগানের নতুন প্রাসাদে এ অনুষ্ঠান হয়।

এরদোগান বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে আমেরিকা, ব্রিটেন, রাশিয়া, ফ্রান্স ও চীন শুধুমাত্র ইউরোপ, আমেরিকা এবং এশিয়ার কিছু মানুষের প্রতিনিধিত্ব করছে। ভেটো ক্ষমতাধর নিরাপত্তা পরিষদকে খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধি হিসেবে উল্লেখ করে তুর্কি প্রেসিডেন্ট বলেন, স্থায়ী পাঁচ সদস্যের মধ্যে একটিও মুসলিম দেশ নেই।

তিনি বলেন, “এই পাঁচ দেশের মুখ থেকে কি আসছে তা বিশ্ববাসী দেখছে। এর মধ্যে এক সদস্য যদি বলে ‘না’ তবে পুরো বিষয়টি সেখানেই শেষ। এ ধরনের নিপীড়ন কি চলতে পারে? নিরাপত্তা পরিষদে আসলে কোনো ন্যায়বিচার নেই, আছে শুধু নিপীড়ন: অথচ বিশ্ববাসী ন্যায়বিচারের অপেক্ষা করছে।”

দীর্ঘদিন ধরে তুর্কি এ নেতা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সমালোচনা করে আসছেন। সূত্র: আইআরআইবি