নির্বাচন কমিশনের আরো ৫২ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান ৫২ কর্মকর্তার বদলিসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেন।
এর আগে গত ২৭ জুলাই এক প্রজ্ঞাপনে ৭১ জন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে বদলি করে ইসি। এর আগে প্রথম ধাপে ১৫ জুলাই ৫১ জন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে বদলি করা হয়েছিল।
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কর্মকর্তাদের বদলি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। চলতি মাসের শেষার্ধ্বে মোট ১৭৪ জন কর্মকর্তাকে বদলি করেছে ইসি।