কেন ম্যান ইউর জার্সিতে নিষিদ্ধ রোনালদো-বেকহামের নাম

SHARE

ম্যানচেস্টার ইউনাইটেডের অফিসিয়াল স্টোরে এবার থেকে ক্রিস্টিয়ানো রোনালদো, ডেভিড বেকহাম ও এরিক কান্টোনার মতো কিংবদন্তি খেলোয়াড়দের নাম দিয়ে জার্সি কাস্টমাইজ করার সুযোগ বন্ধ করে দেয়া হয়েছে। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সিদ্ধান্তটি নেওয়ার পেছনে মূল কারণ হল খেলোয়াড়দের নিজস্ব লাইসেন্সিং ও বাণিজ্যিক অধিকার।

ক্লাব সূত্রে জানা যায়, তিন খেলোয়াড়ের নামের উপর তাদের নিজস্ব বাণিজ্যিক অধিকার থাকায় ম্যানইউ নির্দিষ্ট কোনো চুক্তি ছাড়া তাদের নাম ব্যবহার করতে পারছে না। এই নীতির বিষয়টি প্রথম প্রকাশ পায় যখন অনেক ভক্ত স্টোরে গিয়ে শার্টে রোনালদো, বেকহাম ও কান্টোনার নাম ছাপানোর চেষ্টা করলে তারা ‘লাইসেন্স সীমাবদ্ধতার কারণে আমরা এই নামগুলো প্রিন্ট করতে পারছি না’ লেখা একটি নোটিশ দেখতে পান।

ভক্তদের মধ্যে এই খবর দ্রুত ছড়িয়ে পড়ার পর থেকে অনেকেই হতাশা ও বিরক্তি প্রকাশ করেছেন। তারা মনে করেন, এই তিন কিংবদন্তি ম্যানচেস্টার ইউনাইটেডের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাদের প্রতি শ্রদ্ধা জানাতে শার্টে নাম ব্যবহার করার সুযোগ থাকা উচিত।

ফুটবল দুনিয়ায় সাধারণত এই ধরনের কোনো বিধিনিষেধ থাকে না এবং অধিকাংশ ক্লাবই তাদের সাবেক খেলোয়াড়দের নাম দিয়ে জার্সি কাস্টমাইজেশন করতে দেয়। তবে এই ক্ষেত্রে নামের ইমেজ স্বত্ত্ব নিয়ন্ত্রণের কারণে আইনি জটিলতা সৃষ্টি হওয়ায় ক্লাবকে বাধ্য হয়েই এমন সিদ্ধান্ত নিতে হয়েছে।

এ বিষয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের পক্ষ থেকে বলা হয়েছে, তারা খেলোয়াড়দের সঙ্গে আলোচনার মাধ্যমে ভবিষ্যতে সমাধান খোঁজার চেষ্টা করবে।