অন্তর্বর্তী সরকারের অধীনে এবার নির্বাচনে জেলা প্রশাসকরা (ডিসি) নির্ভয়ে কাজ করতে পারবেন। তাদের ওপর কোনো ধরনের চাপ বা প্রভাব থাকবে না বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে অধিবেশন শেষে ব্রিফিংয়ে রিজওয়ানা হাসান এসব কথা বলেন।
এবারের নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনে হবে উল্লেখ্য করে তিনি বলেন, ‘তাই এবার ডিসিদের দলীয় তকমা থাকার সুযোগ নেই।
এর পরও কোনো ডিসির ব্যাপারে কারো কোনো আপত্তি থাকলে আমাদের জানালে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হবে। তবে এবারের নির্বাচনে ডিসিরা নির্ভয়ে কাজ করতে পারবেন। কারণ, নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করার জন্য কোনো দলের পক্ষ থেকে প্রভাবিত করার সুযোগ নেই।’
পলিথিনের বিকল্প না এনেই বন্ধের সিদ্ধান্ত কতটা সফল হবে জানতে চাইলে পরিবেশ উপদেষ্টা বলেন, ‘এই মুহূর্তে পলিথিন বন্ধ করা ছাড়া অন্য কোনো বিকল্প নেই।
ঢাকা শহরে প্রতিদিন ২ কোটি পলিথিন ব্যবহৃত হয়। অথচ আমরা চাইলেই এর ব্যবহার থেকে বের হতে পারি। সবার বাসাতেই চটের বা কাপড়ের ব্যাগ রয়েছে। চাল কেনার বস্তা, পুরনো শাড়ি দিয়েও ব্যাগ বানানো যায়।
মার্কেট কখনো খালি থাকে না। আমরা ধাপে ধাপে কাজটি করেছি। সুপারশপগুলো এখন আর বলে না যে, বিকল্প নেই। আমরা গত বছরই বিভিন্ন মার্কেটে গিয়ে বিকল্প সম্পর্কে বলেছি। কাপড়ের ব্যাগ, চটের ব্যাগ বিকল্প হিসেবে ব্যবহার করা যায়।
’
তিস্তা নিয়ে রিজওয়ানা হাসান বলেন, তিস্তার মহাপরিকল্পনা নেই। চীন একটা পরিকল্পনা দিয়েছিল। তিস্তা এলাকার মানুষের সঙ্গে কথা বলে পরিকল্পনা চূড়ান্ত করতে বলা হয়েছে।