ভারতের বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হয়েছে এশিয়ার বৃহত্তম বিমান প্রদর্শনী অ্যারো ইন্ডিয়া ২০২৫। গত ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া পাঁচ দিনব্যাপী এই মহড়ায় বিশ্বব্যাপী মহাকাশ ও প্রতিরক্ষা শিল্পে ভারতের ক্রমবর্ধমান ভূমিকার আরেকটি অধ্যায়ের সূচনা করে।
প্রতি দুই বছর অন্তর অনুষ্ঠিত অ্যারো ইন্ডিয়া ধীরে ধীরে একটি সাধারণ অনুষ্ঠান থেকে একটি বিশ্বব্যাপী স্বীকৃত প্রদর্শনীতে রূপান্তরিত হয়েছে; যেখানে বিমান চলাচল, প্রতিরক্ষা ব্যবস্থা এবং মহাকাশ উদ্ভাবনের ক্ষেত্রে অত্যাধুনিক প্রযুক্তি প্রদর্শন করা হয়।
অ্যারো ইন্ডিয়া ২০২৫ ভারতের মহাকাশ এবং প্রতিরক্ষা ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি প্রদর্শনের একটি আন্তর্জাতিক মঞ্চ হিসেবে কাজ করছে।
এ বছরের ১৫তম প্রদর্শনী উদ্বোধন করেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।
৫০ হাজারেরও বেশি শিল্প পেশাদার, সরকারি প্রতিনিধি এবং মহাকাশ নিয়ে উৎসাহীদের উপস্থিতিতে অ্যারো ইন্ডিয়া মহাকাশ ও প্রতিরক্ষা জগতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলকের প্রতিশ্রুতি দেয়।
বেঙ্গালুরুর ইয়েলহাঙ্কা বিমান বাহিনী স্টেশনে অনুষ্ঠিত এই শোতে বিস্তৃত প্রদর্শনী, লাইভ শো এবং অ্যারোস্পেস বিষয়ক সেমিনারের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানটি শুধুমাত্র বর্তমান পণ্য প্রদর্শনের জন্য নয়; বরং এটি মহাকাশ এবং প্রতিরক্ষা প্রযুক্তির ভবিষ্যতের এক ঝলক দেখানোর আয়োজন।
অনুষ্ঠানে ভারতের তেজস, সুখোই, রাফাল, জাগুয়ারের মতো বিমানের প্রদর্শনী দেখানো হয়।
সূত্র : ইকোনোমিক টাইমস ও টাইমস অব ওমান।