নজরুল গবেষক সুধীন দাশ আর নেই

SHARE

উপমহাদেশের প্রখ্যাত সংগীতজ্ঞ, ও নজরুল গবেষক সুধীন দাশ আর নেই।

মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তার স্বজনরা এতথ্য নিশ্চিত করেছেন।

মৃত্যুকালে একুশে পদক পাওয়া এই শিল্পীর বয়স হয়েছিল ৮৭ বছর।

সুধীন দাশের মেয়ে মিতু দাশ ও জামাতা হাসান মাহমুদ স্বপন জানান, তার শারীরিক অবস্থার অবনতি হলে মঙ্গলবার সকালে তাকে অ্যাপেলো হাসপাতালে নেয়া হয়।  চিকিৎসকরা তাকে লাইফ সাপোর্টে রাখেন।

পরে রাত ৮টা ২০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সুধীন দাশের জন্ম ১৯৩০ সালে কুমিল্লা শহরের তালপুকুরের বাগিচাগাঁওয়ে। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে বিএ পরীক্ষার সময় তিনি পুরোপুরি ঝুঁকে পড়েন সংগীতে।

পরে ১৯৪৮ সালে বেতারে নিয়মিতভাবে নজরুল সংগীত গাইতে শুরু করেন সুধীন দাশ। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুর পর তিনি মনোনিবেশ করলেন নজরুল সংগীতের শুদ্ধ স্বরলিপি প্রণয়ণে। আদি গ্রামোফোন রেকর্ড থেকে সেই স্বরলিপি উদ্ধারের কাজে তাকে সহায়তা করেন স্ত্রী নীলিমা দাশ।