নতুন চ্যালেঞ্জের খোঁজে টটেনহাম ছাড়ছেন সন

SHARE

টটেনহাম হটস্পামের দীর্ঘদিনের অধিনায়ক এবং দক্ষিণ কোরিয়ার তারকা ফরোয়ার্ড হিউং মিন সন এই গ্রীষ্মে ক্লাব ছাড়ার ঘোষণা দিয়েছেন। গত এক দশক ধরে স্পার্সের হয়ে অসাধারণ পারফরম্যান্স দেখানো সন, এই মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে ইউরোপা লিগ শিরোপা জিতে ক্লাবের ১৭ বছর ধরা ট্রফি শূন্যতা দূর করেছেন।

শুক্রবার এক সংবাদ সম্মেলনে সন জানিয়েছেন, তিনি নতুন চ্যালেঞ্জ গ্রহণের জন্য টটেনহাম থেকে বিদায় নিচ্ছেন। ‘১০ বছর খুব দীর্ঘ সময়।
আমি এখন নিজেকে নতুন পরিবেশে চালেঞ্জ নিতে চাই,’ বলেন সন। তিনি টটেনহাম সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘সবাই আমার এই সিদ্ধান্তকে সম্মান করবেন বলে আমি আশা রাখি।’

সম্প্রতি লস অ্যাঞ্জেলেস এফসি তাকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেছে বলে জানা গেছে। ক্লাবের নতুন কোচ থমাস ফ্র্যাঙ্ক নিশ্চিত করেছেন, রবিবার সিউলের বিশ্বকাপ স্টেডিয়ামে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে প্রাক-মৌসুম বন্ধুত্বপূর্ণ ম্যাচে সন অধিনায়ক হিসেবে মাঠে থাকবেন, যা তার টটেনহ্যামের হয়ে শেষ ম্যাচ হতে পারে।

২০১৫ সালে জার্মানির বায়ার লেভারকুসেন থেকে টটেনহ্যামে যোগ দেওয়া সন, ক্লাবের হয়ে ৪৫৪ ম্যাচে ১৭৩ গোল করেছেন এবং প্রিমিয়ার লিগে গোল্ডেন বুট জেতার গৌরব অর্জন করেছেন।