জেরুজালেমের একটি চিড়িয়াখানায় খাঁচা থেকে পালানো একটি বাঘের আক্রমণে শুক্রবার চিড়িয়াখানাটির একজন কর্মী নিহত হয়েছেন।
জেরুজালেম বাইবেলিক্যাল চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, দর্শনার্থীদের জন্য আয়োজিত একটি চিড়িয়াখানার কার্যক্রম ঘুরে দেখার বিশেষ আয়োজন চলাকালে উরিয়েল নুরি নামে ৩৬ বছর বয়সী ওই কর্মী বাঘের আক্রমণে মারাত্মকভাবে আহত হন ও পরে মারা যান।
তারা আরো জানিয়েছে, বাঘটি কিভাবে খাঁচা থেকে পালিয়ে কর্মস্থলের অভ্যন্তরীণ প্রাঙ্গণে প্রবেশ করল তা খতিয়ে দেখতে তারা ইসরায়েলি পুলিশের সঙ্গে তদন্ত করছে। ঘটনার পর চিড়িয়াখানাটি সাময়িকভাবে দর্শনার্থীদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।
নুরির শরীরের ওপরের অংশে গুরুতর ক্ষত হলে তাকে হাদাসা ইউনিভার্সিটি হসপিটাল-এইন কেরেমের ট্রমা ইউনিটে নিয়ে যাওয়া হয়।
হাদাসা মেডিকেল সেন্টার এক বিবৃতিতে জানায়, ‘দীর্ঘ সময় ধরে তার প্রাণ বাঁচানো চেষ্টার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করতে বাধ্য হন। হাসপাতালের কর্মীরা এখন কঠিন এ সময়ে তার পরিবারের পাশে রয়েছেন ও তাদের সমবেদনা জানিয়েছেন।’
জেরুজালেমের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত চিড়িয়াখানাটির ওয়েবসাইট অনুযায়ী, সেখানে বাঘ প্রদর্শনী অঞ্চলে মহাসংকটাপন্ন সুমাত্রান বাঘ প্রদর্শন করা হয়।
নুরি ছিলেন চিড়িয়াখানার মাংসাশী প্রাণীর দেখাশোনাকারী দলের প্রধান। তার ইনস্টাগ্রাম পেজে তার কাজ নিয়ে বিভিন্ন ভিডিও পোস্ট করা ছিল।
চিড়িয়াখানাটি এক বিবৃতিতে জানায়, ‘শুক্রবার সকালে একটি রুটিন কার্যক্রম চলাকালে একটি বাঘ খাঁচা থেকে পালিয়ে অভ্যন্তরীণ প্রাঙ্গণে ঢুকে কার্যক্রম প্রস্তুত করতে থাকা এক কর্মীর ওপর আক্রমণ চালায়। দর্শনার্থীদের কোনো সময় শারীরিক ঝুঁকিতে পড়তে হয়নি, কারণ তারা একটি কাচের জানালার পেছনে নিরাপদে অবস্থান করছিলেন।
’
ইসরায়েলি সংবাদপত্র হারেতজ জানিয়েছে, খাঁচার দরজা ঢিলে হয়ে গিয়েছিল কিনা, তা নিয়েও তদন্ত চলছে।
উল্লেখ্য গত বছর একই চিড়িয়াখানায় একটি কুমির এক কর্মীকে কামড় দিলে কুমিরটিকে গুলি করে হত্যা করা হয়। এতে ওই কর্মী গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন।
৬২ একর বিস্তৃত এই চিড়িয়াখানাটি বাইবেলে উল্লেখ থাকা প্রাণী ও বিশ্বের বিভিন্ন বিপন্ন প্রজাতির পশু প্রদর্শনে বিশেষ গুরুত্ব দেয়।
সূত্র : বিবিসি