ধর্মীয়ভাবে রক্ষণশীল ও ক্যাথলিক দেশ কলম্বিয়ায় বিতর্কের ঝড় তুলেছে এক নতুন মন্ত্রী নিয়োগ নিয়ে। শুক্রবার একটি সরকারি সূত্র এএফপিকে জানিয়েছে, একজন সাবেক পর্ন অভিনেতা এবং সমকামী অধিকার কর্মী কলম্বিয়ার নতুন সমতা মন্ত্রী হবেন। জুয়ান কার্লোস ফ্লোরিয়ানকে শিগগিরই মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হচ্ছে।
তাকে এমন একটি দপ্তরের দায়িত্বে বসানো হবে, যার কাজ হলো সমাজের দুর্বল ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সরকারি সামাজিক কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা ও সেবার নিশ্চয়তা প্রদান করা।
এর আগেও ফ্লোরিয়ান জুনিয়র মন্ত্রীর পদে দায়িত্ব পালন করেছেন এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো তিন বছর আগে ক্ষমতায় আসার পর থেকে তার বামপন্থী সরকারের মন্ত্রিসভায় ৫০ জনেরও বেশি মন্ত্রী পরিবর্তিত বা পদত্যাগ করেছেন। এই নিয়োগ সেই ধারাবাহিকতায় আরো একটি নতুন সংযোজন। তবে ফ্লোরিয়ানের অতীত ও পরিচয় তাকে ঘিরে বিতর্কের কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।
অনেকেই একে সমাজে বৈচিত্র্য ও অন্তর্ভুক্তির পথে অগ্রগতি হিসেবে দেখলেও, ক্যাথলিক গির্জা ও রক্ষণশীল মহলে এটি সমালোচনার মুখে পড়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ কলম্বিয়ার সমাজ ও রাজনীতিতে নতুন করে বিভাজনের রেখা টানতে পারে।
সূত্র: এএফপি