গাজার ‘কুখ্যাত’ ত্রাণকেন্দ্র পরিদর্শন করেছেন মার্কিন দূত

SHARE

মধ্যপ্রাচ্যবিষয়ক মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ শুক্রবার গাজার একটি বিতর্কিত মানবিক সহায়তাকেন্দ্র পরিদর্শন করেছেন। এই কেন্দ্রটি যুক্তরাষ্ট্র-সমর্থিত এবং গাজায় অবস্থিত তিনটি সক্রিয় সহায়তা বিতরণকেন্দ্রের একটি, যেগুলোর আশপাশে বিগত কয়েক সপ্তাহে অতিপ্রয়োজনীয় খাদ্য সংগ্রহের চেষ্টায় শত শত ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। খবর আলজাজিরার।

উইটকফ জানান, তিনি শুক্রবার প্রায় পাঁচ ঘণ্টা গাজায় ছিলেন, মূলত পরিস্থিতি স্বচক্ষে পর্যবেক্ষণ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবহিত করার জন্য।

উল্লেখ্য, ট্রাম্প এর আগেই বলেছিলেন, ‘গাজায় সত্যিকারের ক্ষুধা চলছে,’ যা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দাবির বিরোধিতা করে।

ট্রাম্প শুক্রবার সন্ধ্যায় সাংবাদিকদের বলেন, ‘আমি স্টিভ উইটকফের সঙ্গে কথা বলেছি। তিনি অনেক মানুষের সঙ্গে ভালো একটি বৈঠক করেছেন। প্রধান আলোচনার বিষয় ছিল খাদ্য।
মানুষের খাওয়ার ব্যবস্থা করাই আমাদের মূল লক্ষ্য।’

উইটকফের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবিও ছিলেন। তারা রাফাহ শহরের একটি সহায়তাকেন্দ্র পরিদর্শন করেন, যা গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) পরিচালনা করছে। অবরুদ্ধ গাজার এই তিনটি কেন্দ্রে বর্তমানে অতি সীমিত সহায়তা সরবরাহ করা হচ্ছে।

গাজায় চলমান মানবিক সংকটের গভীরতা বোঝার এবং সহায়তা প্রদানে আন্তর্জাতিক প্রচেষ্টাকে জোরদার করার উদ্দেশ্যেই ছিল এই সফর।