মেসির দেহরক্ষী এবার লিগস কাপে নিষিদ্ধ

SHARE

লিগস কাপে শৃঙ্খলাভঙ্গের দায়ে লিওনেল মেসির ব্যক্তিগত দেহরক্ষী ইয়াসিন চুকোকে টুর্নামেন্টের বাকি অংশ থেকে বহিষ্কার করেছে আয়োজক কমিটি। একই সঙ্গে ইন্টার মায়ামিকে দেওয়া হয়েছে অঘোষিত পরিমাণ অর্থদণ্ড।

ঘটনাটি ঘটে গত বুধবার রাতে যুক্তরাষ্ট্রের ফোর্ট লডারডেলের চেজ স্টেডিয়ামে। আটলাসের বিপক্ষে ম্যাচ শেষ হতেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় শুরু হলে হঠাৎ মাঠে ঢুকে পড়েন চুকো।
পরিস্থিতি সামলাতে গিয়ে তিনি আটলাসের কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে শারীরিক সংস্পর্শে আসেন।

লিগস কাপের নিয়ম অনুযায়ী অনুমোদিত ইভেন্ট ক্রেডেনশিয়াল ছাড়া সীমিত এলাকায় প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ। শৃঙ্খলা কমিটির বিবৃতিতে বলা হয়, ‘ঘটনার পর তদন্ত শেষে চুকোকে সব টেকনিক্যাল এলাকা থেকে নিষিদ্ধ করা হয়েছে এবং ইন্টার মায়ামিকে জরিমানা করা হয়েছে।’

এ ঘটনায় অ্যাটলাস ডিফেন্ডার মাতেউস ডোরিয়া বলেন, ‘মেসির দেহরক্ষী থাকেন মূলত ভক্তদের অনধিকার প্রবেশ ঠেকাতে।
কিন্তু খেলোয়াড়দের মধ্যকার বিষয়ে মাঠে প্রবেশের অনুমতি তার নেই। এ বিষয়ে আমরা বেশি কিছু বলব না, বোর্ড ও লিগস কাপ কর্তৃপক্ষই ঠিক করবে কী করা যাবে আর কী করা যাবে না।’

এর আগেও মেজর লিগ সকারের ম্যাচে সাইডলাইনে থাকার ওপর নিষেধাজ্ঞা ছিল চুকোর। যদিও তিনি ইন্টার মায়ামির নিরাপত্তা দলের সদস্য হিসেবেই কাজ চালিয়ে যাচ্ছিলেন।