বিশ্বের শীর্ষ স্থানীয় তেল উত্তোলনকারী দেশ সৌদি আরব উৎপাদন কমানোর আহ্বানে সাড়া না দেয়ায় অপরিশোধিত জ্বালানি তেলের মূল্য পতন অব্যাহত রয়েছে।
আজ মঙ্গলবার নর্থ সি ব্যারেন্ট’এর অপরিশোধিত জ্বালানি তেল ব্যারেল পিছু আগের চেয়ে ৩৪ সেন্ট কমে অর্থাৎ ৫৫.৫৮ ডলারে বিক্রি হয়েছে। এ দিকে, ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই’এর অপরিশোধিত জ্বালানি তেল ব্যারেল পিছু ৪৮ সেন্ট কম দামে অর্থাৎ ৪৬.৯৭ ডলারে বিক্রি হয়েছে।
ওপেকের সর্ববৃহৎ তেল উৎপাদনকারী দেশ সৌদি আরব প্রতিদিন ১ কোটি ব্যারেল তেল উত্তোলন করছে বলে ঘোষণা দেয়ার পর নতুন করে তেলের মূল্যপতন ঘটে। ১২টি দেশ নিয়ে গঠিত ওপেক গত মাসে তেল উৎপাদনের যে মাত্রা নির্ধারণ করে দিয়েছিল সৌদি আরব তার চেয়ে প্রায় সাড়ে তিন লাখ ব্যারেল বেশি তেল দৈনিক উত্তোলন করছে।
এঅ্যান্ডজেড ব্যাংক জানিয়েছে, সৌদি আরব দৈনিক প্রায় ১ কোটি ব্যারেল তেল উৎপাদন করছে বলে ঘোষণা করায় দিনের শুরুতেই চাপের মুখে পড়ে যায় বাজার।
গত বছরের জুলাই থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত জ্বালানি তেলের দাম প্রায় ৬০ শতাংশ পড়ে গেছে।