মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও বর্তমানে তার অন্যতম কট্টর সমালোচক জন বোল্টনের বাড়িতে শুক্রবার অভিযান চালিয়েছে ফেডারাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)।
ওয়াশিংটনের উপশহর বেথেসডায় বোল্টনের বাড়িতে ভোরে এফবিআই এজেন্টদের প্রবেশ করতে দেখা গেছে বলে এএফপির এক প্রতিবেদক জানিয়েছেন। বাড়ির বাইরে পুলিশ গাড়ি দাঁড়িয়ে ছিল, ফ্ল্যাশলাইট জ্বলছিল, আর রাস্তায় সাংবাদিক ও কৌতূহলী লোকজন ভিড় করেছিলেন।
ট্রাম্পকে এফবিআইয়ের এ অভিযানের বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘আমি তার ভক্ত নই, কিন্তু অভিযানের ব্যাপারে আগে কিছু জানতাম না।
সকালে টেলিভিশনে দেখেছি।’
বোল্টনকে ‘লো-লাইফ’ আখ্যা দিয়ে ট্রাম্প আরো বলেন, ‘সে খুব শান্ত স্বভাবের, শুধু টেলিভিশনে ট্রাম্প সম্পর্কে খারাপ কিছু বলতে পারলেই মুখ খোলে।’
এফবিআই পরিচালক কাশ প্যাটেল এক্সে লিখেছেন, ‘আইনের ঊর্ধ্বে কেউ নয়… এফবিআই এজেন্টরা মিশনে।’
মার্কিন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বোল্টনের কাছে বা তার মাধ্যমে গোপন নথি ফাঁস হয়েছে কি না, তা তদন্তের অংশ হিসেবেই এ অভিযান চালানো হয়।
তবে ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়েছে, অভিযানের সময় বোল্টন বাড়িতে ছিলেন না এবং তার বিরুদ্ধে কোনো অভিযোগও আনা হয়নি।
৭৬ বছর বয়সী বোল্টন ট্রাম্পের প্রথম মেয়াদে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন। পরবর্তীতে তিনি ট্রাম্পের তীব্র সমালোচনামূলক বই দ্য রুম হোয়ার ইট হ্যাপেন্ড প্রকাশ করেন, যা নিয়ে ট্রাম্প প্রশাসন অসন্তুষ্ট ছিল। বইটি নিয়ে গোপন তথ্য ফাঁসের অভিযোগে আইনি বাধা দেওয়ার চেষ্টা হলেও ২০২১ সালে জো বাইডেন দায়িত্ব নেওয়ার পর তা বন্ধ হয়ে যায়।
এর পর থেকেই বোল্টন টেলিভিশন ও পত্রপত্রিকায় ট্রাম্পবিরোধী সমালোচনায় সরব রয়েছেন। ইরানবিরোধী অবস্থানের কারণে তিনি দেশটির পক্ষ থেকে মৃত্যুর হুমকিও পেয়েছেন।
ট্রাম্প বোল্টনসহ আরো কয়েকজন সমালোচকের নিরাপত্তা ব্যবস্থা প্রত্যাহার করার সাত মাস পর এফবিআই এ অভিযান পরিচালনা করল।
সম্প্রতি এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প তাকে লক্ষ্যবস্তু করবেন কি না, এমন প্রশ্নে বোল্টন বলেন, ‘সে ইতিমধ্যেই আমার ও আরো কয়েকজনের নিরাপত্তা তুলে নিয়ে আমাদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে। আমার মনে হয়, এটি প্রতিশোধপরায়ণ প্রেসিডেন্সি।
’
গত জুলাইয়ে এফবিআই ট্রাম্পের আরো দুই সমালোচক, সাবেক এফবিআই প্রধান জেমস কোমি ও সাবেক সিআইএ প্রধান জন ব্রেনানের বিরুদ্ধেও ফৌজদারি তদন্ত শুরু করে।