ইস্তাম্বুলে হোটেল কক্ষে ২ ডাচ কিশোরের মরদেহ, বাবা হাসপাতালে

SHARE

তুরস্কের ইস্তাম্বুলে এক হোটেল কক্ষে দুই ডাচ কিশোরকে মৃত অবস্থায় পাওয়া গেছে এবং তাদের বাবাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের খাওয়া খাবারের কারণে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। স্থানীয় গণমাধ্যম শনিবার এ তথ্য জানিয়েছে।

এনটিভি টেলিভিশন চ্যানেলের তথ্যমতে, ১৫ ও ১৭ বছর বয়সী ওই দুই ছেলে ইস্তাম্বুলের ফাতিহ জেলায় ব্লু মসজিদ ও গ্র্যান্ড বাজারের কাছাকাছি একটি হোটেলে অবস্থান করছিল।
পুলিশ ও চিকিৎসাকর্মীরা পৌঁছনোর সময় তারা মৃত ছিল। চিকিৎসাকর্মীরা পৌঁছে দেখেন দুই কিশোর মৃত। পরে তাদের বাবাকে স্তম্ভিত অবস্থায় অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

গণমাধ্যমটি জানিয়েছে, তারা তুরস্কে ছুটি কাটাচ্ছিল এবং পর্যটন এলাকা তাকসিমে রাতের খাবারের জন্য গিয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
হাবের তুর্ক সংবাদমাধ্যমের তথ্য অনুসারে, ৫৭ বছর বয়সী বাবা পুলিশকে জানিয়েছেন, তিনি ছেলেদের সঙ্গে তাকসিমে গেলেও সেখানে ‘কিছু খাননি’।

সেই রাতে হোটেলে ফিরে এসে বাবা ছেলেদের ডাকলেও কোনো সাড়া পাননি। হোটেলের কর্মী মেহমেত কিরদাগ বাবার সাহায্যের জন্য চিৎকার শোনেন বলে এনটিভি জানিয়েছে। কিরদাগ বলেন, ‘আমি দরজায় নক করে ঢুকে দেখি দুই ছেলে মৃত, একজন বিছানায়, অন্যজন মেঝেতে…চিকিৎসাকর্মীরা আসার পর তারা সদ্য মৃত বলে জানায়।
বাবা স্তব্ধ অবস্থায় ছিলেন।’

ইস্তাম্বুল পুলিশ এ ঘটনায় তদন্ত শুরু করেছে বলে এনটিভি জানিয়েছে।