ভারতে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে সার্জিও গরকে মনোনীত করলেন ট্রাম্প

SHARE

সার্জিও গোরকে ভারতে নতুন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার নিজের এক্স (টুইটার) অ্যাকাউন্টে ৩৮ বছর বয়সী গর লিখেছেন, ‘যুক্তরাষ্ট্রকে প্রতিনিধিত্ব করা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান হবে। প্রেসিডেন্ট ট্রাম্পের আস্থা ও বিশ্বাসের জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ।’

তিনি আরো বলেন, ‘আমাদের হোয়াইট হাউস প্রশাসন ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে।
আমেরিকান জনগণের সেবা করতে পেরে আমি গর্বিত। এই মনোনয়ন আমার জীবনের সবচেয়ে বড় অর্জন।’

উজবেকিস্তানে জন্ম নেওয়া গর শৈশবে মাল্টায় চলে যান। পরে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা গ্রহণ করেন এবং রিপাবলিকান পার্টির রাজনীতিতে সক্রিয় হন।
তিনি প্রথমে সিনেটর র‌্যান্ড পলের সঙ্গে কাজ করেন। পরবর্তীতে ডোনাল্ড ট্রাম্পের প্রচারণার তহবিল সংগ্রহ ও বই প্রকাশের কাজে যুক্ত হন। শখের বশে বিয়ের অনুষ্ঠানে ডিজে হিসেবেও কাজ করেছেন তিনি।

ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে সার্জিও গরকে নিজের ‘দীর্ঘদিনের বন্ধু’ হিসেবে উল্লেখ করে বলেন, ‘প্রেসিডেনশিয়াল পারসোনাল ডিরেক্টর হিসেবে সার্জিও ও তার দল রেকর্ড সময়ে প্রায় ৪ হাজার আমেরিকা ফার্স্ট দেশপ্রেমিক নিয়োগ দিয়েছে।
আমাদের সব বিভাগ ও সংস্থার ৯৫ শতাংশ পদ পূর্ণ হয়েছে।’

তিনি আরো বলেন, ‘বিশ্বের সবচেয়ে জনবহুল অঞ্চলের জন্য আমার এমন একজনকে দরকার যে আমার এজেন্ডা বাস্তবায়নে নির্ভরযোগ্য হবে এবং আমেরিকাকে আবারও মহান করে তুলবে। সার্জিও অসাধারণ রাষ্ট্রদূত হবেন।’

ট্রাম্প জানান, সিনেটের আনুষ্ঠানিক অনুমোদন না হওয়া পর্যন্ত গর হোয়াইট হাউসে তার বর্তমান দায়িত্বেই থাকবেন। ট্রাম্প সম্প্রতি ভারতে ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন, যার মধ্যে ২৫ শতাংশ শাস্তিমূলক শুল্ক রয়েছে রাশিয়ার তেল কেনার কারণে।
এই পরিস্থিতিতে গরের মনোনয়নকে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

সূত্র : এনডিটিভি