নভেম্বরে ভারতে খেলবে মেসিরা

SHARE

ফুটবলের বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা নভেম্বরে কেরালায় প্রীতি ম্যাচ খেলতে আসছে। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। দলের নেতৃত্বে থাকবেন লিওনেল মেসি।

এএফএ জানিয়েছে, নভেম্বরের ফিফা উইন্ডোতে আর্জেন্টিনা তিনটি ম্যাচ খেলবে।
এর মধ্যে দুটি অনুষ্ঠিত হবে অ্যাঙ্গোলার রাজধানী লুয়ান্ডায় এবং একটি ম্যাচ হবে ভারতের কেরালায়। যদিও প্রতিপক্ষ এখনো চূড়ান্ত হয়নি।

এছাড়া ২০২৫ সালের বাকি সময়ে আর্জেন্টিনার আরো দুটি প্রীতি উইন্ডো রয়েছে। এর প্রথমটি অক্টোবর মাসে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে।
সেখানে একাধিক ম্যাচ খেলবে স্কালোনির দল। নভেম্বরের উইন্ডোতে ম্যাচগুলো হবে লুয়ান্ডা ও কেরালায়।

কেরালায় ম্যাচ আয়োজনের ঘোষণাটি রাজ্য সরকার ও তাদের বাণিজ্যিক অংশীদার রিপোর্টার ব্রডকাস্টিং কোম্পানির জন্য বড় স্বস্তির খবর। এর আগে আর্জেন্টিনা এ বছর ভারতে না আসতে পারে বলে জল্পনা তৈরি হয়েছিল।
কেরালার ক্রীড়ামন্ত্রী ভি. আব্দুরাহিমান মে মাসে জানান, মেসিরা এ বছর কেরালায় নামবেন না। এমনকি সফর বাতিল হলে আইনগত পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেয় রিপোর্টার ব্রডকাস্টিং কোম্পানি।

অবশেষে সব জটিলতা কাটিয়ে মেসিদের কেরালা সফর নিশ্চিত করেছে আর্জেন্টিনা।