বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনকে প্রভাবিত করতে বিভিন্ন মহল নানামুখী ষড়যন্ত্র চালাচ্ছে। গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার লড়াইয়ে দলের নেতাকর্মী ও জনগণকে সতর্ক এবং ঐক্যবদ্ধ থাকা এখন সময়ের প্রধান দাবি।
শুক্রবার (২২ আগস্ট) বিকেলে কেরানীগঞ্জের জিনজিরা ঈদগাহ মাঠে অনুষ্ঠিত খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া মাহফিল ও আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকীও পালন করা হয়।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘দেশের মানুষ আজও পরিবর্তনের অপেক্ষায়। ভোটাধিকার ফিরিয়ে আনতে হলে আন্দোলনের ময়দানে ঐক্যই সবচেয়ে বড় শক্তি। পারস্পরিক বিশ্বাস ও সংগঠনের দৃঢ়তা ছাড়া গণতন্ত্রকে পুনরায় প্রতিষ্ঠা করা সম্ভব নয়।’
তিনি বলেন, ‘জুলাই আন্দোলনের শহীদরা যে গণতান্ত্রিক, মানবিক ও বৈষম্যমুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন এখনো পূর্ণ হয়নি।
আমরা সেই স্বপ্ন বাস্তবায়নের জন্যই নিরবচ্ছিন্নভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছি।’
নেতাকর্মীদের উদ্দেশে গয়েশ্বর বলেন, ‘ভবিষ্যতে পরিস্থিতি কঠিন হতে পারে, কিন্তু যদি আমরা ঐক্যবদ্ধ ও সংগঠিত থাকতে পারি, গণতন্ত্রের জয় নিশ্চিত। ভোট দেওয়া হবে ব্যক্তিগত স্বার্থের জন্য নয়, দেশের ভবিষ্যতের জন্য। ধানের শীষের বিজয়ের জন্য কাজ করুন।
’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিনজিরা ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মোকাররম হোসেন সাজ্জাদ, সাধারণ সম্পাদক আশরাফ হোসেন এবং ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। এ ছাড়া বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।