কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন বলেছেন, ‘আগামী নির্বাচনে জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় গেলে প্রত্যেক ঘরের মায়ের হাতে একটি করে সহায়তা কার্ড তুলে দেবে। যাতে নারীদের জীবনযাত্রার মান উন্নয়ন হয়।’
শনিবার (২৩ আগস্ট) দুপুরে মাদারীপুরের কালকিনিতে উপজেলা ও পৌরসভার বিএনপির সদস্য ফরম বিতরণ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তালুকদার খোকন আরো বলেন, ‘সহায়তা কার্ড দেওয়ার অন্যতম উদ্দেশ্য হলো মাকে যেন সমাজে অসহায় হতে না হয়।
তারা যেন সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। পুরুষদের পাশে সকল ক্ষেত্রে মায়েরা ভূমিকা রাখতে পারে। এই সহায়তা কার্ডই হবে নারীর পথ চলার শক্তি।’
কেন্দ্রীয় বিএনপির এই নেতা আরো বলেন, ‘তারেক রহমানের নেতৃত্বেই বাংলাদেশের মানুষ নিরাপদ।
শহীদ জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে যারা বিএনপির সঙ্গে রয়েছেন, তারা সবাই দলের নির্দেশনা মেনে চলবেন। তাহলে দেশ ও দেশের মানুষ ভালো থাকবে। কেউ দলকে ব্যক্তিগতভাবে ব্যবহার করবেন না।’
কালকিনি পৌরসভা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন বেপারীর সভাপতিত্বে ও উপজেলা শ্রমিক নেতা মোশরক হোসেন সরদারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক বেপারী, সাবেক সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন মুন্সি, উপজেলা ছাত্রদলের নজরুল ইসলাম, পৌরসভার ছাত্রদলের সাবেক সভাপতি কাউসার হোসেন নান্না ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইফুল ইসলাম মুন্সিসহ আরো অনেকে।