আড়াই ঘণ্টার রাস্তা ৩ মিনিটেই পার

SHARE

flyover‘রাজধানীর যানজট নিরসনে বড় ভূমিকা রাখবে মগবাজার ফ্লাইওভার। যেখানে আড়াই ঘণ্টা লাগতো ওই এলাকা পার হতে সেখানে এটি হয়ে গেলে তিন মিনিটে যাওয়া যাবে।’ এমনটাই বলেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার দুপুরে নগর ভবনের ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ পরিচালনা পরিষদের পঞ্চম সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তবে মগবাজার ফ্লাইওয়াবের আশেপাশের রাস্তা সংস্কার না করায় ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী। তিনি বলেন, ‘দফায় দফায় তাগাদা দেয়ার পরও সংশ্লিষ্ট বিভাগের প্রকৌশলীরা নজর দিচ্ছে না। এ অবস্থা অব্যাহত থাকলে আগের মতো চলাচল অনুপযোগী বিশ্রি অবস্থা হবে। বর্ষাকাল ও ঈদের আগে রাস্তাঘাটে সংস্কার কাজ শেষ করতে হবে।’

২০১৭ সালের মধ্যে পদ্মাসেতুর কাজ শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করে ওবায়দুল কাদের বলেন, ‘২০১৮ সালের মধ্যে উদ্বোধন করা হবে এবং এর পরপরই যানচলাচলের জন্য খুলে দেয়া হবে।’

মন্ত্রী বলেন, ‘পদ্মাসেতুর সংযোগের সব সড়কেই ফোরলেনে উন্নিত করা হবে। মাওয়া থেকে বাবুবাজার পর্যন্ত আমাদের পর্যাপ্ত জমি আছে। নতুন করে অধিগ্রহণ করতে হবে না।’ দ্রুত ফোরলেনের কাজ শেষ হবে বলেও তিনি আশা করেন।

অপরদিকে পদ্মাসেতুর জাজিরা পয়েন্ট থেকে ভাঙা পর্যন্ত ১১ কিলোমিটার ফোরলেনের কাজ করা হবে। সবমিলিয়ে ২১ কিলোমিটার কাজ সেনাবাহিনীকে দেয়ার সিদ্ধান্ত হয়েছে।

রাজধানী ঢাকায় সহসা মেট্রোরেল চালুর কথা জানিয়েছেন মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘২০২৪ সালের মধ্যে আমাদের টার্গেট ছিল মেট্রোরেলের কাজ শেষ করা। কিন্তু জাইকার অর্থায়নে তাদের পরামর্শে কাজ এগিয়ে নিয়ে আসা হয়েছে। তাই আগামী ২০১৯ সালের মধ্যে উত্তরা থেকে ফার্মগেট পর্যন্ত এবং ২০২০ সালের মধ্যে ফার্মগেট থেকে মতিঝিল পর্যন্ত কাজ শেষ করা হবে।’

বর্ষায় ও রমজান মাসে যাতে মানুষের ভোগান্তি না হয় সেদিকে লক্ষ্য রেখে আগামী দু’মাসের মধ্যে রাজধানীসহ সারাদেশে সড়ক মহাসড়ক মেরামতের কাজ শেষ করার জন্য সংশ্লিষ্ট প্রকৌশলীদের নির্দেশ দেন মন্ত্রী। যাতে যান চলাচলে অসুবিধা না হয়। ঢাকার প্রবেশ পথে রাস্তাঘাট দ্রুত মেরামত এবং অবৈধ দখলমুক্ত করার নির্দেশও দেন ওবায়দুল কাদের।

এসময় সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘অবৈধ দখলের কারণে প্রবেশপথে মারাত্মক যানজটের সৃষ্টি হচ্ছে এবং ফ্লাইওভার থেকে অবাধে যানচলাচলেও ব্যাঘাত ঘটছে।’

গুলিস্তানের ফুটপাত ও রাস্তা দখল নিয়েও তিনি অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, ‘যেসব পয়েন্টে গিয়ে আমি নিজেই দখলমুক্ত করেছি সেসব রাস্তা আবারো দখল হয়ে গেছে।’ এসব বিষয় সংশ্লিষ্ট বিভাগকে দেখার তাগিদ দেন ওবায়দুল কাদের।

যানজট কমাতে মন্ত্রী গাজীপুর, সাভারসহ দেশের গুরুত্বপূর্ণ মহাসড়কের উপর থেকে কাঁচাবাজার দ্রুত সরিয়ে নেয়ারও নির্দেশ দেন। তিনি বলেন, ‘দেশে এখন প্রতিকূল অবস্থা বিরাজ করছে। তাই রাস্তাঘাটের যানবাহন মনিটরিং করতে সমস্যা হচ্ছে। পরিবহন সঙ্কট ও জনদুর্ভোগের কথা চিন্তা করে লাইসেন্সবিহীন  চালক ও ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া যাচ্ছে না।’

সমন্বয় সভায় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন, নারায়ণগঞ্জ সিটি মেয়র ডা. সেলিনা হায়াত আইভি, মানিকগঞ্জের পৌর মেয়র রমজান আলী, সেতু বিভাগের সচিব, স্থানীয় সরকারের সচিব, ভূমি সংস্কার বোর্ড সচিব, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলীসহ রাজউক, বিআরটিএ, ঢাকার দুই সিটি করপোরেশন, ওয়াসা, ঢাকা মেট্টোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।