কলম্বোর মাঠের জয়ে বাইরেও সুখবর পেয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে ১৬ রানের রুদ্ধশ্বাস জয়ে আইসিসি র্যাংকিংয়ে উন্নতি হয়েছে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের দলের।
ওয়ানডে র্যাংকিংয়ে এক ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের। দশম থেকে এখন ৭৮ রেটিংয়ে নবম স্থানে বাংলাদেশ।
মিরাজ-তানজিদ হাসান তামিমদের আগের স্থানে এখন ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের কাছে হেরে এক ধাপ অবনতি হয়েছে শ্রীলঙ্কারও (১০২ রেটিং)। চার থেকে তারা নেমে গেছে পঞ্চমে। এতে ১০৪ রেটিং নিয়ে চারে জায়গা পেয়েছে এশিয়ার আরেক দল পাকিস্তান।
শীর্ষ তিনে কোনো পরিবর্তন নেই। চূড়ায় থাকা ভারতের পরেই আছে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে হলে শীর্ষ আটে থাকতে হবে বাংলাদেশকে। তাই নয়ে থাকলে কাজ হবে না, আগামী ২০২৭ সালের ৩১ মার্চ পর্যন্ত শীর্ষ আটে থাকতে হবে মিরাজ-তাওহিদ হৃদয়দের।
ওয়ানডে বাংলাদেশের সেরা র্যাংকিং ৬ নম্বরে। ২০১৭ সালে মে মাসে প্রথমবার ৬ নম্বরে জায়গা পায় বাংলাদেশ। সর্বশেষ ২০২২ সালেও একবার ছয়ে উঠেছিল টাইগাররা। তবে এরপর থেকেই ‘প্রিয়’ সংস্করণে উল্টো পথে হাঁটতে থাকে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে গতকালের জয়টি তো টানা ৭ ম্যাচ পর পেয়েছে।