সেনাবাহিনী প্রধানের সঙ্গে কুয়েতের প্রতিনিধি দলের সাক্ষাৎ

SHARE

iqbal karimসেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়ার সঙ্গে বাংলাদেশ সফররত কুয়েতের ২৩ সদস্যের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আজ রবিবার ঢাকা সেনানিবাসের সেনাসদরে সৌজন্য সাক্ষাৎ করেছে। কুয়েতের প্রতিনিধি দলটির নেতৃত্ব দিচ্ছেন দেশটির অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি লেফটেন্যান্ট জেনারেল সুলাইমান ফাহাদ আল ফাহাদ।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষাতকালে তারা দু’দেশের সেনাবাহিনীর বিদ্যমান সম্পর্ক ও সহযোগিতা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এর আগে সেনাকুঞ্জে সেনাবাহিনীর একটি চৌকস দল লেফটেন্যান্ট জেনারেল সুলাইমান ফাহাদকে ‘গার্ড অব অনার’ প্রদান করে।

উল্লেখ্য, কুয়েতের ২৩ সদস্যের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলটি শনিবার পাঁচ দিনের সফরে বাংলাদেশ এসেছে। প্রতিনিধি দলটি সশস্ত্র বাহিনী বিভাগ, ন্যাশনাল ডিফেন্স কলেজ, বাংলাদেশ মিলিটারি একাডেমি এবং বিভিন্ন সামরিক-বেসামরিক স্থাপনা ও প্রতিষ্ঠান পরিদর্শন করবেন। আগামী ২৫ মার্চ তাদের দেশে প্রত্যাবর্তনের কথা রয়েছে।