ব্যাংক মালিকদের অর্থনৈতিক জমিদার অখ্যায়িত করে তাদের সমাজের জন্য কিছু কাজ করার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।
বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে বৃহস্পতিবার সকালে ‘বাংলাদেশ ব্যাংক দুর্যোগ ব্যবস্থাপনা ও সামাজিক দায়বদ্ধতা তহবিল’ থেকে ২৬ প্রকল্পে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এই পরামর্শ দেন।
আতিউর রহমান বলেন, ‘যারা সমাজ থেকে অর্থ ডিপোজিট নিয়ে ব্যাংক পরিচালনা করছেন তারা অর্থনৈতিক জমিদার। সমাজের প্রতি তাদের দায় আছে। সমাজের জন্য তাদের কিছু করতে হবে।’
গরীবকে বেশি কর দিতে হয় উল্লেখ করে তিনি বলেন, ‘একজন রিকশাওয়ালা যার টিন নাম্বার নেই তাকে ১৫ শতাংশ হারে ভ্যাট দিতে হয়। অথচ যার টিন আছে তিনি ১০ শতাংশ ভ্যাট দেন। গরীবকে বেশি কর দিতে হয়। এই গরীব মানুষদের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে।’
বাজেটে সরকার সামাজিক দায়বদ্ধতা তহবিল করার পরামর্শ দিয়ে গভর্নর বলেন, বাংলাদেশ ব্যাংকের আয় থেকে প্রতি বছর ৫ কোটি টাকা কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) খাতে ব্যয় করা হয়। আগামী বছর এই খাতে বাজেট দ্বিগুণ করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ঊধ্বতন কর্মকর্তারা ছাড়াও বিভিন্ন প্রকল্পের ঊধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।