দেশে সোনার দাম ভরিতে বাড়ল ১,৫০০ টাকা

SHARE

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়ানোর ঘোষণা দিয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, ভরিপ্রতি সর্বোচ্চ ১,৫০০ টাকা মূল্যবৃদ্ধি করা হয়েছে। আগামীকাল বুধবার (২৩ জুলাই) থেকে নতুন এই দাম কার্যকর হবে।

নতুন দামের ফলে ২২ ক্যারেট মানের সোনার এক ভরি এখন থেকে বিক্রি হবে ১,৭১,৬০১ টাকায়। এর আগে এই মানের সোনা বিক্রি হচ্ছিল ১,৭০,৫৫১ টাকায়।

বাজুস জানায়, আন্তর্জাতিক বাজারে এবং স্থানীয়ভাবে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোনার নতুন দামের তালিকা অনুযায়ী:

২২ ক্যারেট: ১,৭১,৬০১ টাকা

২১ ক্যারেট: ১,৬৩,৭৯৮ টাকা

১৮ ক্যারেট: ১,৪০,৪০০ টাকা

সনাতন পদ্ধতি: ১,১৬,১২৭ টাকা (প্রতি ভরি)

তবে রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। আগের মতোই ২২ ক্যারেট রুপার দাম প্রতি ভরি ২,৮১১ টাকা, ২১ ক্যারেট ২,৬৮৩ টাকা, ১৮ ক্যারেট ২,২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১,৭২৬ টাকা নির্ধারিত রয়েছে।

সোনার লাগাতার মূল্যবৃদ্ধি ক্রেতা ও ব্যবসায়ীদের ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।