গাজা পরিস্থিতি নিয়ে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার ফোনালাপ

SHARE

গাজায় চলমান মানবিক বিপর্যয় ও ইসরাইলি আগ্রাসনের প্রসঙ্গে ফোনালাপ করেছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। আলোচনায় দুই পক্ষই গাজায় গণহত্যা বন্ধে জরুরি আন্তর্জাতিক পদক্ষেপের ওপর গুরুত্বারোপ করেন।

ইরানি সংবাদ সংস্থা মেহেরের বরাত দিয়ে জানা গেছে, বৃহস্পতিবার এই ফোনালাপে আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা ইস্যু ছাড়াও বাংলাদেশ-ইরান দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়। গাজা পরিস্থিতিকে কেন্দ্র করে ইসলামী দেশগুলোর একজোট হয়ে কার্যকর উদ্যোগ নেওয়ার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন উভয় নেতা।

আলোচনার সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ইসরাইলের সাম্প্রতিক হামলা ও ফিলিস্তিনিদের খাদ্য ও পানির মতো মৌলিক অধিকার থেকে বঞ্চিত করার তীব্র নিন্দা জানান। তিনি বলেন, ‘পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করার পরিকল্পনা দখলদার সরকারের ফিলিস্তিনকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্রের অংশ।’

তিনি গাজায় মানবিক সহায়তা পাঠানো এবং ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি)সহ আন্তর্জাতিক প্ল্যাটফর্মগুলোকে সক্রিয় করার আহ্বান জানান। তার মতে, এই সংকটে ইসলামী বিশ্বের আরও সুসমন্বিত ও সাহসী পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনও ইসরাইলি হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, ‘নির্যাতিত ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে ওআইসি’র মাধ্যমে জরুরি ও কার্যকর পদক্ষেপ গ্রহণ অত্যাবশ্যক।’

ফোনালাপে বাংলাদেশ ও ইরানের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদার করার দিকেও গুরুত্বারোপ করা হয়। উভয় দেশ ভবিষ্যতেও পরামর্শ ও সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে।