কেবল চীনের পণ্য আমদানিই নয়, বাংলাদেশের পণ্যও চীনে রপ্তানি করতে চাই

SHARE

আজ বুধবার সকালে দেশের সর্ববৃহৎ মিডিয়া হাউজ ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পরিদর্শনে এসেছেন বাংলাদেশের চীনা রাষ্ট্রদূত লি জিমিং। সেখানে জনপ্রিয় ইংরেজি দৈনিক ডেইলি সানের কনফারেন্স হলে চীনা রাষ্ট্রদূতের সাথে মতবিনিময় সভায় উপস্থিত আছেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর, ডেইলি সানের সম্পাদক এনামুল হক চৌধুরী, কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন ও ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তফা কামাল, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম প্রমুখ।

বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক টিকে থাকবে বলে আশা প্রকাশ করেন। তিনি বলেন, লি জিমিংকে ধন্যবাদ আমাদের ইস্ট-ওয়েস্ট মিডিয়ায় আগমনের জন্য। এটা আমাদের জন্য সম্মানজনক। বাংলাদেশের সাথে চীনের বাণিজ্যিক সুসম্পর্ক রয়েছে। বসুন্ধরা এককভাবে চীনের সঙ্গে প্রায় ২০টি প্রকল্প নিয়ে কাজ করছে। আমরা আরো কাজ করতে চাই। আমরা চাই, বাংলাদেশের সাথে চীনের সম্পর্ক আরো গভীর হবে। বসুন্ধরার সাথেও চীনের সম্পর্ক আরো এগিয়ে যাবে। চীন আমাদের দেশে তাদের পণ্য যেমন আনবে, আমরাও আমাদের পণ্য চীনে প্রমোট করবো। আমরা কেবল চীন থেকে পণ্য আমদানিই করতে চাই না, সেখানে বাংলাদেশের পণ্য রপ্তানিও করতে চাই। বক্তব্যের শেষে বিগত ২৫ বছর ধরে এদেশের সাথে সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখার জন্য তিনি চীন সরকারকে ধন্যবাদ জানান। আগামী ২৫ বছরে এই বাণিজ্যিক সম্পর্ক আরো সমৃদ্ধিশালী হবে বলেও আশাপ্রকাশ করেন।

রাষ্ট্রদূত লি জিমিং বলেন, এমন একটি গুরুত্বপূর্ণ সভায় আমাকে আনার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি মনে করি এই গ্রুপ (বসুন্ধরা) আমাদের অ্যাম্বেসির জন্যে খুবই গুরুত্বপূর্ণ। কারণ, এটা অ্যাম্বেসির কেবল মিডিয়া পার্টনারই নয়, তারা চীনের বাণিজ্যি পার্টনারও বটে। চীনের ২০টি মেজর কম্পানি এই গ্রুপের সাথে বাণিজ্য করছে। আশা করছি আমরা সামনে আরো এগিয়ে যেতে পারবো।