১৩ বছরে ১৫ কোটি মার্কিনি ‘নিহত’

SHARE

যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ২০০৭ সাল থেকে এখন পর্যন্ত বন্দুক সহিংসতায় ১৫০ মিলিয়ন মার্কিন নাগরিক নিহত হয়েছেন। তবে অস্ত্র প্রস্তুতকারকদের বিরুদ্ধে মামলা করা যায় না বলে বিষয়টি আড়ালেই থেকে গেছে।

যুক্তরাষ্ট্রের অস্ত্র আইন অনুযায়ী এই ব্যবসা নিরাপদ যেন থাকে, সে ব্যাপারে অনুরোধ জানিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন ২০০৮ সালে নিহতদের তালিকা প্রকাশ করেছে। তাতে বলা হয়, ওই বছর ২৪ লাখ ৭১ হাজার নয়শ ৮৪ জন মার্কিনির মৃত্যু হয়েছে, পরের বছর ২০০৯ সালে নিহতের সংখ্যা ২৪ লাখ ৩৭ হাজার একশ ৬৩ জন, ২০১০ সালে ২৪ লাখ ৬৮ হাজার চারশ ৩৫ জন। ২০১৭ সালে এসে ২৮ লাখ মানুষের মৃত্যু হয়েছে।

যুক্তরাষ্ট্রে আইন মেনে অস্ত্র তৈরি এবং বিক্রি হওয়ার অযুহাতে হতাহতের বিষয়গুলো বেশিরভাগ সময় আলোচনায় আসে না। তবে বাইটবার্ট অনলাইনের প্রতিবেদনে বলা হয়, গত ১৩ বছরে মারা যাওয়া ১৫ কোটি মানুষ কেবল বন্দুক সহিংসতায় নিহত হয়নি।

তাদের মধ্যে বেশিরভাগই ক্যান্সার, হার্টের সমস্যা, শ্বাসকষ্ট এবং সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।