সামান্য ভুল করলেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে হামলা চালাবে ইরান

SHARE

ইরানের রেভ্যুলেশনারি গার্ড বাহিনীর প্রধান মেজর জেনারেল হুসেইন সালামি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো ধরনের কারণ তৈরি করলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে হামলা চালানো হবে।

ইরানের রেভ্যুলেশনারি গার্ড বাহিনীর কুদস ফোর্সের প্রধান কাসেম সোলামানিকে হত্যার ঘটনার ৪০ দিন পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে থেকে গতকাল বৃহস্পতিবার তিনি ওই হুঁশিয়ারি দেন। তিনি আরো বলেন, আপনারা যদি সামান্য ত্রুটিও করেন, দুই দেশের ওপরই হামলা চালানো হবে।

প্রসঙ্গত, ইরাকের রাজধানী বাগদাদে গত ৩ জানুয়ারি মার্কিন ড্রোন হামলায় কাসেম সোলাইমানি নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালে ইরানের রেভ্যুলেশনারি গার্ড বাহিনীর মুখপাত্র জানান, কাসেম সোলাইমানিকে হত্যার ঘটনার মধ্য দিয়ে বরং জেরুজালেম দখলদারমুক্ত হওয়ার পথ তৈরি হয়েছে।

মুখপাত্র রমজান শরিফ বলেন, জেনারেল সোলাইমানি ও আবু মাহদী আল-মুহান্দিসকে কাপুরুষের মতো মার্কিন বাহিনীর হত্যা সৃষ্টিকর্তার অনুগ্রহে জেরুজালেমকে মুক্তির পথ করে দেবে।